৪মাস পর ফের ৪০হাজার ছুঁল সেনসেক্স

share market

বিবি ডেস্ক : জুলাই মাসের পর থেকে এই প্রথম ৪০ হাজারের ঘর ছুঁল সেনসেক্স। বুধবার বাজার খুলতেই ২৮২ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছয় ৪০,১০০ পয়েন্টে। নিফটিও বেড়ে দাঁড়ায় ১১,৮৮৩ পয়েন্টে।

যে শেয়ারগুলি এদিন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে তাদের মধ্যে রয়েছে, ভারতী এয়ারটেল, ইনফোসিস এবং ইয়েস ব্যাঙ্ক। এই সংস্থার শেয়ারগুলি প্রায় ২শতাংশ হারে বেড়েছে।

এ বছরই জুন মাসের ৪ তারিখে সেনসেক্স সর্বকালীন সর্বোচ্চ ইন্ট্রা ডে ৪০,৩১২পয়েন্টে পৌঁছেছিল।

এদিন ইয়েস ব্যাঙ্ক ছাড়া ব্যাঙ্কিং সেকটরের এইচডিএফসি এবং পিএনবি-র শেয়ারদর ১ শতাংশ করে বেড়েছে।

এদিন ভারতী এয়ারটেলে শেয়ার দর ১.৫ শতাংশ বেড়েছে। এর কারণ হিসাবে মনে করা হচ্ছে, সম্প্রতি কেন্দ্র একটি প্যানেল তৈরি করেছে টেলিকম সেকটরের সমস্যা খতিয়ে দেখার জন্য। এই প্যানেল পরামর্শ দেবে কী ভাবে সমস্যা কাটিয়ে উঠে আর্থিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো যায়।

এছাড়াও যে শেয়ারগুলি ভাল লাভ করেছে তাদের মধ্যে রয়েছে আইটিসি, এলএন্ডটি, বেদান্ত এবং বজাজ অটো।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.