Zomato Share : শেয়ার বাজারে পা রেখেই ‘ইউনিকর্ন’ তকমা পেল জোমাটো, বাজার মূল্য ১ লক্ষ কোটি

জোমাটো

বিবি ডেস্ক : আইপিও ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যেই জোমাটোর (Zomato) শেয়ার প্রতি মূল্য বাড়ল ৫০ শতাংশ। এর ফলে সংস্থার বাজার মূল্য এক ধাক্কায় ১ লক্ষ কোটি টাকার মাইল ফলক ছুঁয়ে ফেলল।

২০০৮ সালে সংস্থাটি স্টার্টআপ হিসাবে শুরু করলেও গত বুধবারই প্রথম শেয়ার বাজারে পা রাখে এই খাদ্য সরবরাহকারী সংস্থাটি। প্রতিটি শেয়ারের দাম রাখা হয় ৭৬টাকা।

ওই দিন দুপুর ১২টায় আইপিও খোলার সঙ্গে ১.৩৮ গুণ বেশি সাবস্ক্রিপশন জমা পড়ে। শুক্রবার সকালে বাজার খুলতে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-এ তাদের শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১১৫টাকায়।

অন্যদিকে ন্যাশনাল স্টকে এক্সচেঞ্জে (NSE)-এ জোমাটোর শেয়ারের দাম বেড়ে হয় ১১৬টাকা। দুপুর বারোটায় তা বেড়ে হয় ১২৬.৫টাকায়।

মোট ৯হাজার ৩৭৫ কোটি টাকার শেয়ার বাজারে ছেড়েছে জোমাট। এখনও পর্যন্ত তারা ২ লক্ষ ১৩হাজার কোটি টাকা তারা ঘরে তুলেছে। ইতিমধ্যেই তারা ‘ইউনিকর্নের’ তকমা পেয়ে গিয়েছে। যে সংস্থার বাজার দর ৭ হাজার ৪০০কোটি টাকার বেশি হয়, শেয়ার বাজারে তাদের বলা হয় ইউনিকর্ন।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.