ভারতীয় শেয়ার বাজারে ঊর্ধ্বগতি অব্যাহত, নিফটি কি ছুঁতে চলেছে ২৫,০০০?

মঙ্গলবার টানা ষষ্ঠ দিন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে ভারতীয় শেয়ার বাজার । নিফটি ফিফটি সূচক ২৪,১৮৫ পয়েন্টে ওপেন করে ২৪,২৪২-এ পৌঁছায়, যা গত ছয় দিনে ১,৮৫০ পয়েন্টের লাফ। সেনসেক্সও ৭৯,৭২৮-এ ওপেন করে ৭৯,৮২৪-এ পৌঁছে ৬,০০০ পয়েন্টের টানা উত্থান রেকর্ড করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের সঙ্গে উত্তেজনার জেরে বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে খুচরো বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ টাকা ছোঁয়ায়, বাজারে জল্পনা চলছে নিফটি কি এই মাসেই ২৫,০০০ পয়েন্ট ছুঁতে পারবে?

বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক-ঘোষণার পর ৯০ দিনের স্থগিতাদেশ বাজারে আশাবাদ ফিরিয়েছে। মার্কিন বাজারে দুর্বলতা বিদেশি বিনিয়োগকারীদের ভারত ও চিনের মতো উদীয়মান অর্থনীতিতে বিনিয়োগে আগ্রহী করে তুলেছে। চিনের তুলনায় ভারতকে বেশি পছন্দ করছে তারা।

বিশেষজ্ঞদের মতে, নিফটি ২৪,২৫০–২৪,৩০০ এবং ২৪,৮০০–২৪,৮৫০ পয়েন্টের মধ্যে বড় প্রতিরোধ স্তরের মুখোমুখি হচ্ছে। তবে এই স্তর অতিক্রম করলে নিফটির ২৫,০০০ ছুঁতে সময় লাগবে না। বাজারের সাম্প্রতিক গতি ও বিদেশি বিনিয়োগের ধারা দেখে বোঝা যাচ্ছে, ভারতীয় শেয়ার বাজারে তেজি দৌড় আরও কিছুদিন চলতে পারে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.