বিবি ডেস্ক: এ দেশের শেয়ারবাজারে ওঠানামা অব্যাহত বিদেশি বিনিয়োগের পরিমাণ। তবে আশার কথা একটাই, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির পরিমাণ কমেছে অনেকটাই।
শেষ হতে চলেছে অক্টোবরের শেষ ট্রেডিং সেশন ছিল গত শুক্রবার। সেই হিসেবের নিরিখে এই মাসে ভারতীয় বাজার থেকে ১,৫৮৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল অনেক বেশি। সেপ্টেম্বর মাসে ৭,৬০০ কোটি টাকার বিশাল পরিমাণ শেয়ার বিক্রি করেছিলেন বিদেশি বিনিয়োগকারীরা।
আগস্ট এবং জুলাই মাসের শুরুতে, ভারতীয় বাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPI) বিনিয়োগ বৃদ্ধি পেয়েছিল। বিদেশি বিনিয়োগকারীরা আগস্টে ৫১,২০০ কোটি টাকা এবং জুলাই মাসে প্রায় ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন ভারতীয় স্টক মার্কেটে। তবে এই বছরের শুরু থেকে, ইতিমধ্যে ১,৭০,৩৭৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগরা।
এর পরেও গত কয়েকদিন ধরে, ভারতীয় বাজার সম্পর্কে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। গত চারটি ট্রেডিং সেশনে ভারতীয় স্টক মার্কেটে প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন তাঁরা। পরিসংখ্যানে স্পষ্ট, বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি আগের মাসের তুলনায় অক্টোবরে অনেকটাই হ্রাস পেয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি অব্যাহত থাকলেও যথেষ্ট আশা জোগাচ্ছে ভারতীয় বাজার। গত সপ্তাহে স্টক মার্কেটের গতি ছিল চোখে পড়ার মতোই। এই সময়ের মধ্যে, শীর্ষ দশের মধ্যে ন’টি সংস্থা তাদের বাজার মূলধনে ৯০,৩১৮ কোটি টাকার বেশি যোগ করেছে। বিএসই সেনসেক্স ৬৫২ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে ৫৯,৯৫৯-এ পৌঁছেছে।
আরও পড়ুন: শিল্পকে দিবারাত্র সহায়তা দিতে প্রস্তুত রাজ্য, আশ্বাস মন্ত্রীর