এখনও ঘোষণা হয়নি, রিলায়েন্সের অধিগ্রহণের খবরে ফিউচার রিটেলের শেয়ার দর বাড়ল ৫%

relience

বিবি ডেস্ক : এখনও ঘোষণা হয়নি। তবে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে খুব শীঘ্রই ফিউচার রিটেলকে অধিগ্রহণের ব্যাপারে রিলায়েন্সের সঙ্গে কথা পাকা হয়ে যাবে এবং ঘোষণাও হয়ে যাবে। এই খবরে এক লাফে সোমবার ৫শতাংশ দাম বাড়ল ফিউচার রিটেল লিমিটেডের শেয়ার।

ফিউচার রিটেল মানে যাদের একটি রিটেল চেন হল বিগ বাজার, তাকে অধিগ্রহণ করবেন এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানি। কয়েকটি শর্ত নিয়ে এখন দরাদরি চলছে তবে তাও খুব শীঘ্রই মিটে যাবে বলে জানিয়ে খবর প্রকাশিত হয়।

রয়টার এ বিষয়ে জানতে চাইলে দুটি সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এর মধ্যেই বুধবার ফিউচার রিটেলের শেয়ার ৫শতাংশ বেড়ে হয় ১০০.২০টাকা।

এর আগে বব্লুমবার্গ নিউজ জুন মাসে জানিয়েছিল, কিশোর বিয়ানির ফিউচার গ্রুপের কয়েকটি ইউনিটের অংশীদারিত্ব নেওয়ার ব্যাপারে কথা অনেকটাই এগিয়ে গিয়েছে রিলায়েন্সের সঙ্গে।


আরও পড়ুন : ‘মোরাটোরিয়ামের সময়সীমা আর বাড়াবেন না’ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে কাতর আবেদন এইচডিএফসি-র দীপক পারেখের


এ মাসের গোড়ার দিকে সংস্থার পক্ষ থেকে জানানো হয় রিলায়েন্স অধিগ্রহণের ব্যাপারে এখনও কোনো পাকা কথা হয়নি। তবে উভয়পক্ষের মধ্যে বিভিন্ন শর্ত নিয়ে কথা চলছে।

দেশের প্রায় ১৫০০টি স্টোর রয়েছে ফিউচার গোষ্ঠীর।

সূত্র: বিজনেস টুডে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.