আসছে একাধিক আইপিও, চোখ রাখতে পারেন এই সংস্থায়

ipo

আগামী সপ্তাহে ভারতীয় স্টক মার্কেটে আসছে বেশ কয়েকটি আইপিও (IPO)। আপনি যদি আইপিও-তে বিনিয়োগে আগ্রহী হন, তা হলে কাজে লাগাতে পারেন এই সুযোগকে।

এলিন ইলেক্ট্রনিক্সের আইপিও

দেশের পরিচিত একটি বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন পরিষেবা সংস্থা এলিন ইলেক্ট্রনিক্স (Elin Electronics)-এর আইপিও আসছে আগামী ২০ ডিসেম্বর। বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশনের জন্য খুলতে যাচ্ছে। এতে বিনিয়োগকারীরা দু’দিন পর অর্থাৎ ২২ ডিসেম্বর পর্যন্ত অর্থ বিনিয়োগ করতে পারবেন। তবে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য তা খোলা হবে ১৯ ডিসেম্বর।

আইপিও-র ইস্যু আকার

এই কোম্পানির আইপিও-র ইস্যু আকার রাখা হয়েছে ৪৭৫ কোটি টাকা। একই সময়ে, কোম্পানিটি এর জন্য শেয়ার প্রতি ২৩৪-২৪৭ টাকা প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে। একটি লট সাইজে অন্তর্ভুক্ত করা হয়েছে ৬০টি শেয়ার।

তিনটি ভাগে সংরক্ষিত শেয়ার

এলিন ইলেকট্রনিক্সের আইপিওতে শেয়ার সংরক্ষিত হয়েছে তিনটি ভাগে। এতে, যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের (QIB) জন্য ৫০ শতাংশ এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (NII) জন্য ১৫ শতাংশ এবং খুচরো বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ শেয়ার সংরক্ষিত হয়েছে। সংস্থাটি আইপিও থেকে সংগৃহীত তহবিল নিজের ঋণ পরিশোধ এবং মূলধন ব্যয়ের জন্য ব্যবহার করবে।

কেন আইপিও-র আকার কমল

সংস্থা নিজের আইপিওর আকার কমিয়ে ৪৭৫ কোটি টাকা করেছে। আইপিওর অধীনে, কোম্পানিটি ১৭৫ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করবে। বর্তমান প্রোমোটার এবং শেয়ারহোল্ডাররা অফার ফর সেল (OFS)-এর মাধ্যমে ৩০০ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন। এর আগে সংস্থা জানিয়েছিল, তারা ৭৬০ কোটি টাকার আইপিও আনতে চলেছে। কিন্তু যারা শেয়ার বিক্রি করেছেন, তাঁদের মধ্যে বর্তমান প্রোমোটার ভাসুধা শেঠিয়া, কমল শেঠিয়া, সুমন শেঠিয়া, বিজয় সিং শেঠিয়া, কমল শেঠিয়া অ্যান্ড সন্স এইচইউএফ এবং অন্যান্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

কত টাকা বিনিয়োগ?

এলিন ইলেকট্রনিক্সের আইপিও-র জন্য প্রাইস ব্যান্ড রাখা হয়েছে প্রতি শেয়ারে ২৩৪-২৪৭ টাকা। এই আইপিওর জন্য প্রতি লটে ৬০টি শেয়ার নির্ধারণ করা হয়েছে। উপরের প্রাইস ব্যান্ড থেকে এই আইপিওতে সাবস্ক্রাইব করার জন্য কমপক্ষে ১৪.৮২০ টাকা প্রয়োজন। এছাড়াও, আপনি সর্বোচ্চ ১৪টি লটের জন্য এতে ২০৭৪৮০ টাকা বিনিয়োগ করতে পারেন।

আরও পড়ুন: এফএমজিসি বাজারে নাম লেখাচ্ছে রিলায়েন্স, নিয়ে এল প্যাকেজড পণ্য ব্র্যান্ড ‘ইন্ডিপেনডেন্স’

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.