আগামী ১লা অক্টোবর থেকে BSE এবং NSE-র ট্রানজাকশন চার্জে পরিবর্তন আনা হচ্ছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে স্টক এক্সচেঞ্জ দুটি জানিয়েছে, কিছু নির্দিষ্ট সেগমেন্টে লেনদেনের চার্জ বাড়ানো হবে। BSE-তে Sensex ও Bankex অপশন কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রিমিয়াম টার্নওভারের প্রতি কোটি টাকায় ট্রানজাকশন চার্জ ৩২৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে Sensex Fifty এবং স্টক অপশন সহ অন্যান্য ইকুইটি ডেরিভেটিভ সেগমেন্টের চার্জ অপরিবর্তিত থাকছে, যা প্রতি কোটি টাকায় ৫০০ টাকা।
NSE-ও তাদের ফি কাঠামোতে পরিবর্তন এনেছে বিভিন্ন সেগমেন্টে। ১লা অক্টোবর থেকে ক্যাশ সেগমেন্টে প্রতি লক্ষ টাকা ট্রেড ভ্যালুর উভয় দিকেই ২.৯৭ টাকা চার্জ করা হবে। ইকুইটি ফিউচার সেগমেন্টে প্রতি লক্ষ টাকায় চার্জ হবে ১.৭৩ টাকা, এবং ইকুইটি অপশনের ক্ষেত্রে প্রতি লক্ষ টাকার প্রিমিয়াম ভ্যালুর উপর ৩৫.০৩ টাকা করে উভয় দিকেই ফি প্রযোজ্য হবে। কারেন্সি ফিউচারের ক্ষেত্রে প্রতি লক্ষ টাকায় ০.৩৫ টাকা চার্জ, এবং কারেন্সি অপশন ও ইন্টারেস্ট রেট অপশনের জন্য প্রতি লক্ষ টাকার প্রিমিয়াম ভ্যালুর উপর ৩১.১০ টাকা করে চার্জ ধার্য করা হবে।
আরও পড়ুন। শেয়ার বাজার সর্বোচ্চ উচ্চতায়! ঝুঁকি মোকাবিলায় আপনি কী কৌশল নেবেন
এই পরিবর্তনের পেছনে কারণ কী?
এই ফি কাঠামোর পরিবর্তন সেবির জুলাই মাসের নির্দেশের ফলস্বরূপ, যা স্টক এক্সচেঞ্জগুলিকে সমস্ত মার্কেট মেম্বারদের জন্য ইউনিফর্ম ফি স্ট্রাকচার প্রয়োগ করতে নির্দেশ দিয়েছিল। আগে এই ফি স্ট্রাকচার স্ল্যাব অনুযায়ী নির্ধারিত হতো, যার ফলে কিছু সদস্যদের ট্রেডিং ভলিউম বা কার্যক্রমের ওপর ভিত্তি করে সুবিধা পাওয়ার সুযোগ ছিল। এই নতুন ফ্ল্যাট ফি স্ট্রাকচার সেই বৈষম্য দূর করবে এবং ক্লায়েন্টদের জন্য একটি স্বচ্ছ চার্জিং পদ্ধতি তৈরি করবে।
এই নির্দেশনা অনুসারে, এই সপ্তাহের শুরুতে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড (MCX)-ও তাদের ট্রানজাকশন ফি-তে পরিবর্তন ঘোষণা করেছে, যা ১লা অক্টোবর থেকে কার্যকর হবে। MCX-এ ফিউচার কন্ট্রাক্টের জন্য টার্নওভারের প্রতি লক্ষ টাকায় ২.১ টাকা, এবং অপশন কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রতি লক্ষ টাকার প্রিমিয়াম টার্নওভারের জন্য ৪১.৮ টাকা ফি ধার্য করা হয়েছে।
সেবির নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, “True to Label” পলিসির আওতায় ক্লায়েন্টদের থেকে নেওয়া ফি সেই ফি-র সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যা ট্রেডিং মেম্বাররা বাজারের পরিকাঠামো প্রতিষ্ঠানগুলিকে প্রদান করে। এই পদ্ধতি বাজারের সব অংশগ্রহণকারীদের জন্য সিস্টেমটিকে আরও স্বচ্ছ এবং ন্যায্য করবে।