বিনিয়োগকারীদের জন্য মন্দ গেল না মঙ্গলবারের শেয়ার বাজার (Stock market)। এ দিন ভারতীয় স্টক মার্কেটের অন্যতম দুই সূচক- সেনসেক্স এবং নিফটি মোটাসোটা লাভের সঙ্গেই বন্ধ হল। তাৎপর্যপূর্ণ ভাবে নিফটি ব্যাঙ্ক ৪৪ হাজারের ঐতিহাসিক অঙ্ক প্রায় ছুঁয়ে ফেলার মুখে!
এ দিন সেনসেক্স ৪০২ পয়েন্টের লাফ দিয়ে ৬২,৫৫৩-এ বন্ধ হয়েছে এবং নিফটি ১১০ পয়েন্ট উপরে উঠে ১৬,৮০৮ পয়েন্টে থিতু হয়েছে। আর একটুর জন্য ৪৪ হাজারের সর্বকালীন সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে ফেলতে চলেছিল নিফটি ব্যাঙ্ক। শেষমেশ ২৩৮ পয়েন্ট বেড়ে বন্ধ হল ৪৩,৯৪৬ পয়েন্টে।
তবে এ দিনের কেনাবেচায় ব্যাঙ্কিং স্টকগুলিই বাজারের তারকা হয়ে রয়ে গেছে। ইয়েস ব্যাঙ্কের স্টক ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। ইয়েস ব্যাঙ্কের শেয়ার গত তিনটি ট্রেডিং সেশন থেকে ক্রমাগত বৃদ্ধির সাক্ষী হচ্ছে। এর শেয়ার ৩ দিনে ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইয়েস ব্যাঙ্কের শেয়ার বৃহস্পতিবার ১৭.২৫ টাকায় বন্ধ হয়েছিল এবং আজ এটি ২৩ টাকা ছুঁয়েছে। যা ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দুই বছরের মধ্যে সর্বোচ্চ স্তর। বর্তমানে ইয়েস ব্যাঙ্কের শেয়ার ৮.০৬ শতাংশ বৃদ্ধির সাথে ২২.৮০ টাকায় লেনদেন করছে।
মঙ্গলবার লাভের মুখ দেখা অন্যতম কিছু স্টক
ইউকো ব্যাঙ্ক- ২৯.১০ (২০ শতাংশ)
সেন্ট্রাল ব্য়াঙ্ক অব ইন্ডিয়া- ৩৯.৪০ (১৬.৭৪ শতাংশ)
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক- (১৪.৫৩ শতাংশ)
ইয়েস ব্যাঙ্ক লিমিটেড- ২৩.৮০ (১২.৮০ শতাংশ)
ব্যাঙ্ক অব মহারাষ্ট্র- ৩২.৮০ (১১.০০ শতাংশ)
হাউসিং অ্যান্ড আর্বান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড- ৫৪.৩৫ (১০.২৪ শতাংশ)
ইন্ডিয়ান ব্যাঙ্ক- ২৯৩.৪৫ (৮.৯৭ শতাংশ)
উজ্জ্বীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক লিমিটেড- ৩২.৭০ (৮.১০ শতাংশ)
অন্য দিকে হতাশাজনক আইটি স্টকগুলিতেও কেনাকাটা ফিরে এসেছে। টাটা কমিউনিকেশন ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৬৭ টাকায় বন্ধ হয়েছে।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধি কমে ৬ শতাংশের নীচে, আরও চাঙ্গা হবে শেয়ার বাজার?