বিবি ডেস্ক : বুধবার যে ১০টি স্টক নজরে থাকবে তার তালিকা দেওয়া হল।
টাটা স্টিল: আজ জুলাই-সেপ্টেম্বরের আয় প্রকাশ করবে টাটা স্টিল। মার্কিন-চিন শিল্প আলোচনা শুরু হওয়ার পর থেকে টাটা স্টিলের শেয়ার দর বাজার বাড়ছে। তাই আজও বাজারে সেই গতি বজায় রাখবে বলে মনে করা হচ্ছে।
টাইটান : মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার পর টাইটান তার সেপ্টেম্বর ত্রৈমাসিক আয়ের হিসাব পেশ করেছে। এই ত্রৈমাসিকে লাভ ১.৮শতাংশ বেড়েছে।
ভারতী টেলিকম : সরকার টেলিকম অপারেটরদের বকেয়া মুকুব করছে না। কারণ, মনে করা হচ্ছে এই শিল্পে চাপের মুখে নেই। এর সদর্থক প্রভাব পড়বে বাজারে।
টেক মহিন্দ্রা : মঙ্গলবার দ্বিতীয় ত্রৈমাসিকের আয় প্রকাশ করেছে টেক মহিন্দ্রা। নেট লাভ বেড়েছে ৫.৬শতাংশ।
পিএনবি : ভারতের দ্বিতীয় বৃত্ততম সরকারি মালিকানাধীন ব্যাঙ্ক অনাদায়ী ঋণের ছায়া কাটিয়ে ৫০৭ কোটি টাকা নেট লাভের হিসাব প্রকাশ করেছে।
এমটিএনএল : সরকারি নির্দেশ মেনে এমটিএনএল প্রাইভেট লিমিটেড ভিআরএস চালু করেছে। সরকারও সংস্থাকে উজ্জিবেত করার জন্য প্যাকেজেরও ঘোষণা করেছে।
ইন্ডিয়াবুলস হাউসিং : আজ দ্বিতীয় ত্রৈমাসিকের আয়ের হিসাবে পেশ করবে ইন্ডিয়া বুলস।
ইন্ডিগো : কাতার এয়ারওয়েজ ইন্ডিগোর সঙ্গে স্ট্র্যাটেজিক পর্টনারশিপে যাওয়ার পরিকল্পনা করেছে।
সিপলা : জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে আয়-ব্যায়ের হিসাব পেশ করবে সিপলা।
কর্পোরেশন ব্যাঙ্ক : আজ জুলাই সেপ্টেম্বর হিসাব পেশ করবে কর্পোরেশন ব্যাঙ্ক।
বিঃ দ্রঃ তথ্যের উপর ভিত্তি করে শেয়ারগুলি বেছে নেওয়া হয়েছে। দাম ওঠানামা বাজার নির্ভর।