বুধবার যে স্টকগুলি নজরে থাকবে

বিবি ডেস্ক : বুধবার যে ১০টি স্টক নজরে থাকবে তার তালিকা দেওয়া হল।

টাটা স্টিল: আজ জুলাই-সেপ্টেম্বরের আয় প্রকাশ করবে টাটা স্টিল। মার্কিন-চিন শিল্প আলোচনা শুরু হওয়ার পর থেকে টাটা স্টিলের শেয়ার দর বাজার বাড়ছে। তাই আজও বাজারে সেই গতি বজায় রাখবে বলে মনে করা হচ্ছে।

টাইটান : মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার পর টাইটান তার সেপ্টেম্বর ত্রৈমাসিক আয়ের হিসাব পেশ করেছে। এই ত্রৈমাসিকে লাভ ১.৮শতাংশ বেড়েছে।

ভারতী টেলিকম : সরকার টেলিকম অপারেটরদের বকেয়া মুকুব করছে না। কারণ, মনে করা হচ্ছে এই শিল্পে চাপের মুখে নেই। এর সদর্থক প্রভাব পড়বে বাজারে।

টেক মহিন্দ্রা : মঙ্গলবার দ্বিতীয় ত্রৈমাসিকের আয় প্রকাশ করেছে টেক মহিন্দ্রা। নেট লাভ বেড়েছে ৫.৬শতাংশ।

পিএনবি :  ভারতের দ্বিতীয় বৃত্ততম সরকারি মালিকানাধীন ব্যাঙ্ক অনাদায়ী ঋণের ছায়া কাটিয়ে ৫০৭ কোটি টাকা নেট লাভের হিসাব প্রকাশ করেছে।

এমটিএনএল : সরকারি নির্দেশ মেনে এমটিএনএল প্রাইভেট লিমিটেড ভিআরএস চালু করেছে। সরকারও সংস্থাকে উজ্জিবেত করার জন্য প্যাকেজেরও ঘোষণা করেছে।

ইন্ডিয়াবুলস হাউসিং : আজ দ্বিতীয় ত্রৈমাসিকের আয়ের হিসাবে পেশ করবে ইন্ডিয়া বুলস।

ইন্ডিগো : কাতার এয়ারওয়েজ ইন্ডিগোর সঙ্গে স্ট্র্যাটেজিক পর্টনারশিপে যাওয়ার পরিকল্পনা করেছে।

সিপলা : জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে আয়-ব্যায়ের হিসাব পেশ করবে সিপলা।

কর্পোরেশন ব্যাঙ্ক : আজ জুলাই সেপ্টেম্বর হিসাব পেশ করবে কর্পোরেশন ব্যাঙ্ক।

বিঃ দ্রঃ তথ্যের উপর ভিত্তি করে শেয়ারগুলি বেছে নেওয়া হয়েছে। দাম ওঠানামা বাজার নির্ভর।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.