ভিভো ভি১৯ লঞ্চের দিন ঘোষণা করল সংস্থা, জেনে নিন ফোনটির বিশেষত্ব

vivi 19

বিবি ডেস্ক : চিনা ফোন নির্মাতা সংস্থা ভিভো তাদের নতুন ফোন ভিভো ভি১৯ লঞ্চের দিন ঘোষণা করল। সংস্থাটি তাদের টুইটার হ্যান্ডেলে এই নতুন ফোনটির একটি টিজার প্রকাশ করেছে। Vivo –জানিয়েছে নতুন ফোনটি ভারতের বাজারে আসছে ২৬ মার্চ।

ফোনটি ৬.৪৪ অ্যামোএলইডি (AMOLED) ডিসপ্লে সহ ফুল এইচডি রেজলিউশন দেবে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭১২ এসওসি এবং ৮জিবি র‍্যাম সহ বাজারে পাওয়া যাবে।

সংস্থাটি আরও জানিয়েছে, দুটি কালার স্কিমে ফোনটি পাওয়া যাবে, পিয়ানো ব্ল্যাক ও মিস্টিক সিলভার। এর সঙ্গে থাকছে ইন-ডিসপ্লে ফিনগার প্রিন্ট স্ক্যানার।

এর আগের রিপোর্টে সংস্থাটি জানিয়েছিল, ভিভো ভি১৯-এর পিছনে একটি ৪৮এমপি প্রাইমারি ক্যামেরা, ৮এমপি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২এমপি ম্যাক্রো ক্যামেরা এবং ২এমপি ডেপথ সেনসর। সামনে থাকছে ৩২এমপি সেলফি ক্যামেরা এবং ৮এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এতে অ্যান্ড্রয়েড ১০-এ উপর তৈরি ফানটাচ ওএস ১০ থাকছে। এর ব্যাটারি ৪,৫০০।  ৮জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমরি দিয়ে দাম পড়বে ২৫হাজার টাকার মধ্যে। এর ফিচার সংস্থাটি খুব শীঘ্রই নিজে জানাবে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.