ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক আগামী দুই মাসের মধ্যেই ভারতে পরিষেবা শুরু করতে চলেছে। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (DoT) থেকে লাইসেন্স পেয়েছে সংস্থাটি।
ভারতে স্টারলিঙ্ক হল তৃতীয় সংস্থা, যারা স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার লাইসেন্স পেল। এর আগে ইওটেলস্যাটের ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও একই লাইসেন্স পেয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্টারলিঙ্ক তাদের পরিষেবার শুরুতে এক মাসের ফ্রি ট্রায়াল দেবে। অর্থাৎ, প্রথম মাসে কোনো খরচ ছাড়াই গ্রাহকরা পরিষেবা ব্যবহার করতে পারবেন। এরপর মাসিক পরিষেবার জন্য ৩,০০০ টাকা দিতে হবে। স্টারলিঙ্কের স্যাটেলাইট ডিশ সেটের দাম নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৩৩,০০০ টাকা। এই দাম বাংলাদেশ ও ভুটানের মতোই।
ভারতের প্রত্যন্ত এবং অবহেলিত অঞ্চলে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়াই স্টারলিঙ্কের মূল লক্ষ্য। যেখানে ব্রডব্যান্ড পরিকাঠামো এখনও দুর্বল বা অনুপস্থিত, সেখানে এই পরিষেবা বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের শুরুতে সংস্থাটি ভারতের দুই শীর্ষ টেলিকম সংস্থা – মুকেশ আম্বানির রিলায়েন্স জিও এবং সুনীল ভারতী মিত্তলের ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তি করেছে।