রিয়েলমি নিজের জনপ্রিয় বাজেটের ফোন ‘রিয়েলমে সি ১৫’-র দাম কমিয়েছে। দাম কমানোর পরে, ৬০০০ এমএএইচ ব্যাটারি-সহ এই ফোনটি কত টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে, আসুন জেনে নেওয়া যাক।
বিবি ডেস্ক: আপনি কি নতুন ফোন কেনার কথা ভাবছেন? তা হলে আপনার সামনে এখন দুর্দান্ত কিছু সুযোগ রয়েছে। চিনা স্মার্টফোন সংস্থা রিয়েলমি নিজের রিয়েলমি (Realme) সি১৫ স্মার্টফোনের দাম কমিয়েছে।
সংস্থাটি এই ফোনের বিভিন্ন ভেরিয়েন্টে ১,০০০ টাকা পর্যন্ত দাম কমিয়েছে। অর্থাৎ, এক হাজার টাকা পর্যন্ত কম দামে কিনতে পারবেন এই স্মার্টফোনগুলি। আসুন জেনে নিই ফোনের নতুন দাম এবং এর অন্যতম বৈশিষ্ট্য।
দাম হ্রাসের পরে, ৩ জিবি র্যাম + ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের রিয়েলমি সি ১৫-র দাম ৯,৯৯৯ টাকা থেকে কমিয়ে ৮,৯৯৯ টাকা করা হয়েছে।
এ ছাড়া ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা থেকে ৯,৯৯৯ টাকায় পরিবর্তন করা হয়েছে।
ব্যাটারি: এই ফোনটির সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল কোয়াড ক্যামেরা সেটআপ এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
ক্যামেরা: ফোনের পিছনের প্যানেলে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ১৩-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা-সহ ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল, ২-মেগাপিক্সেল মনোক্রোম এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ৮-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
কানেকটিভিটি: রিয়েলমি সি ১৫-তে সংযোগের জন্য, ওয়াই-ফাই, ৪জি ভিওএলটিই, জিপিএস, এ-জিপিএস, ব্লুটুথ সংস্করণ ৫.০-র মতো বৈশিষ্ট্য সরবরাহ করা হয়েছে। সুরক্ষার জন্য, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
আরও পড়তে পারেন: ওয়ানপ্লাস ৯ আসছে ২৩ মার্চ! জানুন ফিচার, দাম-সহ বিস্তারিত