নিজের আধার বায়োমেট্রিক তথ্য কী ভাবে লক বা আনলক করবেন?

aadhaar lock unlock 20.08

বাংলাbiz ডেস্ক: কারও আধার নম্বর যাতে অপব্যবহার না করা যায় তার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) তাদের সংগৃহীত বায়োমেট্রিক তথ্য যেমন, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যানের মতো তথ্যগুলি লক করার ব্যবস্থা করেছে।

ইউআইডিএআই-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ফিচারটির মাধ্যমে যে কেউ নিজের বায়োমেট্রিক তথ্য লক অথবা আনলক করতে পারেন।

কী কী প্রয়োজন?

নিজের আধার নম্বরের বায়োমেট্রিক তথ্য লক করার জন্য অবশ্যই একটি মোবাইল নম্বর আধারের সঙ্গে রেজিস্টার থাকতে হবে।

যদি আপনার মোবাইল নম্বরটি আধারের সঙ্গে রেজিস্টার না থাকে, তা হলে এই পরিষেবা পাওয়ার জন্য আধার কার্ডটিকে আপডেট করতে হবে।

মাথায় রাখবেন: এক বার আধার তথ্য লক করার পর, তা আর কেউ অ্যাক্সেস করতে পারবেন না। এমনকি আপনি নিজেও কোনো কাজে অথেন্টিকেশন করাতে পারবেন না। আনলক করার পরার পরই তা করা যাবে। অতএব, লক করার আগে ভেবেচিন্তেই করবেন।

কী ভাবে করবেন?

প্রথম পদক্ষেপইউআইডিএআই-এর ওয়েবসাইট www.uidai.gov.in-এ যেতে হবে।

দ্বিতীয় পদক্ষেপ: ‘My Aadhaar’ ট্যাবের মধ্যে ‘Aadhaar services’ অপশনটি সিলেক্ট করে ‘Lock/Unlock biometrics’-এ যেতে হবে।

UIAI 1 2008

তৃতীয় পদক্ষেপ: স্ক্রিনে একটি নতুন ট্যাব খুলে যাবে। নীচের টিক বাক্সে ক্লিক করে আধার তথ্য লক করতে চাইছেন কি না, তা নিশ্চিত করতে হবে।

UIAI 2 20.08

চতুর্থ পদক্ষেপ: নিজের আধার নম্বর (Aadhaar number) এবং ক্যাপচা কোড দিতে হবে। ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি (OTP) আসবে। মোবাইলে আসা ওই ওটিপি ১০ মিনিট পর্যন্ত বৈধ থাকবে।

UAIA 3 20.08

পঞ্চম পদক্ষেপ: সঠিক ওটিপি দেওয়ার পর ইউআইডিএআই আপনাকে বায়োমেট্রিক তথ্য লক করা নেই বলে জানিয়ে দেবে। একই সঙ্গে বায়োমেট্রিক অথেন্টিকেশন লক এবং আনলক করার ফিচার সক্রিয় করার কথা জানাবে।

আপনি সম্মত থাকলে ‘Enable Locking Feature’-এ ক্লিক করুন।

UAIA 4 20.08
UAIA 5 20.08
UIAI 6 20.08

এটি সিলেক্ট করার পরই বায়োমেট্রিক তথ্য লক হয়ে যাবে। আঙুলের ছাপ অথবা চোখের আইরিশ তথ্য দিয়ে আর কোনো অথেন্টিকেশন করা যাবে না। করতে গেলে ‘৩৩০’ এরর কোড দেখাবে।

কী ভাবে আনলক করবেন?

ষষ্ঠ পদক্ষেপ: একই ভাবে ওয়েবসাইটে গিয়ে ‘Unlock Biometric’-এ ক্লিক করতে হবে। আনলক হতে কয়েক মিনিট সময় লাগে।

UAIA 6 20.08

তবে যদি আপনি চিরস্থায়ী ভাবে বায়োমেট্রিক তথ্য আনলক করতে চান, তা হলে ‘Disable Locking Feature’-এ ক্লিক করুন।

UAIA 7 20.08

এটি সিলেক্ট করলে আপনি বরাবরের জন্য অতিরিক্ত সময় ব্যয় না করেই অথেন্টিকেশনের জন্য বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে পারবেন।

আরও পড়তে পারেন: অনলাইনে কী ভাবে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন?

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.