বর্তমানে আধার কার্ড একটি অপরিহার্য নথি। এমন পরিস্থিতিতে এটি সুরক্ষিত রাখা খুবই জরুরি। অনেক সময় হঠাৎ করেই আধার কার্ডের প্রয়োজন হয়। সে সময়ে কী করা উচিত?
এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে যে কেউ (ইউআইডিএআই (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের আধার কার্ড ডাউনলোড করতে পারেন। এই আধার কার্ডকে ই-আধার বলা হয়। যে ডিভাইসে ডাউনলোড করা হবে, সেখানে পিডিএফ (PDF) আকারে সেভ হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ডাউনলোড করা এই আধার পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না।
আধার কর্তৃপক্ষের মতে, ই-আধার কার্ড সম্পূর্ণ সুরক্ষিত। আধার কার্ডের নিরাপত্তার কথা মাথায় রেখে সরকার তাতে সিকিউরিটি পাসওয়ার্ড বসিয়েছে। ই-আধার ফাইলের পাসওয়ার্ড সুরক্ষিত রাখা হয়েছে, যাতে কোনও অজানা ব্যক্তি এটির অপব্যবহার করতে না পারে। পাসওয়ার্ড সেট করা হয়েছে শুধুমাত্র আধার কার্ডের গোপন তথ্য সুরক্ষিত রাখার জন্য।
প্রত্যেক ব্যবহারকারীর ই-আধার পাসওয়ার্ড আলাদা। এখন প্রশ্ন হল আপনার ই আধার কার্ডের পাসওয়ার্ড কী?
ইউআইডিএআই নিজেই জানিয়েছে, ই-আধারের পাসওয়ার্ড ব্যবহারকারীর কাছেই থাকে। ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ই-আধার পিডিএফ খুলতে, ব্যবহারকারীর নাম এবং জন্মবর্ষের প্রথম চারটি অক্ষর লিখতে হবে।
একই সঙ্গে মাথায় রাখতে হবে, আধার কার্ডের একটি কপি যদি কোথাও দিতে হয় তবে মাস্কড আধার কার্ড ব্যবহার করা উচিত। মাস্কড আধার কার্ডে, আপনার আধার নম্বর সম্পূর্ণরূপে দেখানো হয় না। শুধুমাত্র আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দেখানো হয়।