EPF: কী ভাবে মিসড কলের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স জানবেন

খুবই কম সময় এবং বিনা ব্যয়ে জানা যাবে, আপনার পিএফ অ্যাকাউন্টে মোট জমা পড়া টাকার পরিমাণ এবং তারই সঙ্গে শেষ কবে টাকা জমা করা হয়েছে?

বিবি ডেস্ক: প্রতিমাসে নিয়মিত প্রভিডেন্ট ফান্ড বা পিএফে টাকা জমা পড়ছে কি না, তা জেনে নেওয়ার জন্য রয়েছে একাধিক সহজ পদ্ধতি। তবে এ ব্যাপারে ব্যবহার করা যেতে পারে মোবাইলে মিসড কল পদ্ধতিকেও। যা খুবই অল্প সময়ে এবং বিনা ব্যয়ে জানিয়ে দেবে আপনার পিএফ অ্যাকাউন্টে মোট জমা পড়া টাকার পরিমাণ এবং তারই সঙ্গে শেষ কবে টাকা জমা করা হয়েছে আপনার পিএফ অ্যাকাউন্টে?

জেনে নিন সহজ পদ্ধতিটি কী ভাবে ব্যবহার করবেন?

১. নিজের মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে নিজের ইউএএন নম্বরের সঙ্গে। যা নিয়োগকারী সংস্থা আপনার পিএফের তথ্য আপডেট করার সময়ই রেজিস্টার করে দিতে পারে।

২. এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের নিজস্ব ওয়েবসাইট EPF Member Portal-এ গিয়ে নিজের মোবাইল নম্বর রেজিস্টার করে নেওয়া যায়।

৩. সেখানে গিয়ে অ্যাক্টিভেট ইউএএন-এ ক্লিক করতে হবে।

৪. ইউএএন, নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেল আইডি-সহ যাবতীয় তথ্য দিতে হবে।

৫. সব শেষে গেট অথরাইজেশন পিন-এ ক্লিক করতে হবে।

৬. মোবাইলে আসবে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড)।

৭. ওই ওটিপি দিয়েই নিজের ইউএএন নম্বর অ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি তার সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার হয়ে যাবে।

৮. মোবাইল নম্বর রেজিস্টার্ড হলে সেই মোবাইল নম্বর থেকে মিসড কল দিতে হবে 011-22901406  নম্বরে।

৯. মিসড কল দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ব্যালেন্স চলে আসবে। নম্বর ব্যস্ত থাকলে একাধিক বার চেষ্টা করতেও হতে পারে।

আরও পড়তে পারেন: EPF: প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.