একটি নতুন ফিচার চালু করেছে পেটিএম। যার মাধ্যমে গ্রাহকরা নিজেদের পছন্দের মতো ইউপিআই আইডি বানাতে পারবেন। ফলে আর ফোন নম্বর কাউকে জানাতে হবে না এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে।
কেন এই ফিচার গুরুত্বপূর্ণ?
ইউপিআই লেনদেন সাধারণত ফোন নম্বর-নির্ভর হয়, ফলে যাদের সঙ্গে টাকা লেনদেন করছেন, তাঁরা আপনার নম্বর দেখতে পান। এই নতুন ফিচারে নম্বরের বদলে নিজের মতো করে ইউপিআই হ্যান্ডেল বানানো যাবে, যেমন yourname\@ptyes বা yourname\@ptaxis।
পেটিএম জানিয়েছে, ‘‘গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তার দিকটি মাথায় রেখে এই ফিচার আনা হয়েছে। অনেকেই নম্বর গোপন রাখতে চেয়েছিলেন।’’
এই পরিষেবাটি এখন ইয়েস ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের ইউপিআই হ্যান্ডেলে চালু হয়েছে, শিগগিরই আরও ব্যাংক যুক্ত হবে।
কীভাবে নিজের পছন্দের ইউপিআই আইডি তৈরি করবেন?
১. পেটিএম অ্যাপ খুলুন
২. প্রোফাইল আইকনে ট্যাপ করুন, ‘UPI Settings’ বেছে নিন
৩. ‘Manage UPI ID’-তে যান
৪. পছন্দমতো ইউপিআই আইডি (যেমন yourname\@ptyes) বেছে নিন
৫. কনফার্ম করে সেটি আপনার প্রাইমারি ইউপিআই আইডি করুন
এবার থেকে এই আইডি দিয়েই লেনদেন করা যাবে, নম্বর প্রকাশ না করেই।
আরও নতুন সুবিধা:
- ট্রানজাকশন হাইড/আনহাইড
- মাসিক খরচের সারাংশ
- ‘Receive Money’ ও ‘QR Scan & Pay’ উইজেট
- Paytm UPI Lite-এ অটো টপ-আপ (৫০০০ টাকা পর্যন্ত)
- পিডিএফ/এক্সেল ফরম্যাটে ইউপিআই স্টেটমেন্ট
- সব ব্যাংক অ্যাকাউন্টের একত্রিত ব্যালেন্স ভিউ
বিদেশেও পেটিএম ইউপিআই:
এখন আরব আমিরশাহি, সিঙ্গাপুর, ফ্রান্স, শ্রীলঙ্কা, নেপাল-সহ একাধিক দেশে ভারতীয় ব্যবহারকারীরা পেটিএম ইউপিআই ব্যবহার করতে পারবেন।