করোনা প্রভাব : চিন নির্ভরতা কমাতে ওষুধ শিল্পে ১০,০০০কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রের

medicine

বিবি ডেস্ক : ওষুধশিল্পের কাঁচামালের জন্য চিনের উপর নির্ভরতা কমাতে দেশেই কাঁচামাল উৎপাদনে জোর দিচ্ছে কেন্দ্র। ওষুধ শিল্পের তিন চতুর্থাংশ কাঁচামাল চিনে থেকে আসে। করোনাভাইরাস সংক্রমণের জেরে বন্ধ হয়েছে সেই সরবরাহ। তাই দেশেই উৎপাদন করে সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগে নেওয়া হয়েছে।

এ জন্য আগামী পাঁচ বছরে তিনটি ‘বাল্ক ড্রাগ পার্ক’-এর পরিকাঠামো তৈরিতে ৩০০০ কোটি টাকা দেবে। এছাড়া দেশে উৎপাদনে জোর দেওয়ার জন্য একটি ‘প্রোডাকশন লিঙ্ককড ইনিশিয়েটিভ’তৈরি করা হবে। যার জন্য পরবর্তী আট বছরে ৬,৯৪০কোটি টাকা দেবে কেন্দ্র।

মোদী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, ‘ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স’ (Indian Pharmaceutical Alliance)। ২৪টি দেশীয় ওষুধ উৎপাদন সংস্থার সংগঠন এটি, যারা দেশের ৮০ শতাংশ ওষুধ উৎপাদন করে। সংস্থার প্রেসিডেন্ট সতীশ রেড্ডি,‘সরকারের এই উদ্যোগ ওষুধ শিল্পকে চাঙ্গা করবে। Zydus Cadila-র চেয়ারম্যান পঙ্কজ প্যাটেল জানিয়েছে, ‘‘ বেশ কয়েকটি অ্যান্টিবায়টিক এবং ভিটামিন উৎপাদনের জন্য চিন গুরুত্ব পেত। সরকারের এই উদ্যোগ চিনের নির্ভরতা কমাবে।

এছাড়াও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নয়নে ৩,৪০০কোটি টাকা দিচ্ছে কেন্দ্র।

সূত্র : বিজনেস টুডে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.