নয়াদিল্লি : লক্ষ্মীবার থেকে ইয়েস ব্যাঙ্কের শাখাগুলি স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে। গ্রাহকদের সুবিধার জন্য ১৯ থেকে ২১ মার্চ বাড়তি এক ঘণ্টা খোলা থাকবে বলে এক টুইট বার্তায় ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে।
ব্যাঙ্কের টুইটে বলা হয়েছে,‘‘ আমাদের ব্যাঙ্কিং কাজকর্ম স্বাভাবিক হয়েছে। আপনি এখন থেকে আমাদের পূর্ণাঙ্গ পরিষেবা পাবেন। ধৈর্য্য ও সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ।’’
Yes Bank জানিয়েছে, গ্রাহকদের সুবিধার জন্য শাখাগুলি ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত একঘণ্টা আগে অর্থাৎ সকাল সাড়ে আটটায় খুলে যাবে। এছাড়া প্রবীণ নাগরিকদের জন্যও গ্রাহক পরিষেবার সময় বাড়ানো হয়েছে। ১৯ থেকে ২৭ মার্চ সকাল সাড়ে চারটে থেকে সাড়ে সাতটা প্রবীণ নাগরিকদের পরিষেবা দেওয়া হবে।
ব্যাঙ্কের পক্ষে প্রশান্ত কুমার মঙ্গলবার জানিয়েছিলেন, সমস্ত এটিএমে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে। গ্রাহকদের আতঙ্কিত হয়ে টাকা তোলার প্রয়োজন নেই।