সোমবার (২৬ আগস্ট, ২০২৪) সারাদেশে কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালিত হবে। এই উপলক্ষে অনেক অফিস ও স্কুলে ছুটি থাকবে। এমতাবস্থায় সোমবার শেয়ার বাজারে লেনদেন হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের।
তবে বিভিন্ন ক্ষেত্রে ছুটি থাকলেও আগামী কিন্তু সোমবার শেয়ার বাজার খোলা থাকবে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) সময়মতোই খোলা হবে। অর্থাৎ কোনো বিনিয়োগকারী সহজেই শেয়ার কেনাবেচা করতে পারবেন।
এমনিতে বিশেষ কোনো ছুটি না থাকলে প্রতি সপ্তাহে শেয়ারবাজারে পাঁচ দিন লেনদেন হয়। শনি ও রবিবার বাজার বন্ধ থাকে। এই দিনে কোনো ধরনের লেনদেন হয় না।
সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষেও বাজার বন্ধ থাকে। যেমন আগস্ট মাসে, স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট বাজারটি বন্ধ ছিল। তবে আগামী সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বাজারে কোনো ছুটি থাকবে না।
এ বছর কবে বন্ধ থাকবে শেয়ারবাজার?
বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) ছুটির তালিকা অনুযায়ী, ২০২৪ সালের বাকি মাসগুলিতে স্টক মার্কেট শুধুমাত্র চার দিনের জন্য বন্ধ থাকবে।
- মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর বাজারে ছুটি থাকবে।
- দীপাবলি উপলক্ষে ১ নভেম্বর বাজার বন্ধ থাকবে। তবে, দীপাবলির দিন মুহুরত ট্রেডিংয়ের জন্য বাজার খোলে।
- গুরু নানক জয়ন্তী উপলক্ষে ১৫ নভেম্বর বাজারে ছুটি রয়েছে।
- বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বাজার বন্ধ থাকবে।
শেষ সেশনে বাজারের অবস্থা
শেষ ট্রেডিং সেশনে অর্থাৎ ২৩ আগস্ট ২০২৪ (শুক্রবার), শেয়ার বাজার সীমিত পরিসরে বন্ধ হয়েছিল। সেনসেক্স ৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮১,০৮৬.২১ পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটিও ১১.৬৫ পয়েন্ট বেড়ে ২৪,৮২৩.১৫ পয়েন্টে পৌঁছেছে।