Connect with us

খবর

সরকার হাত না বাড়ালে বন্ধ করে দিতে হবে দোকান, মন্তব্য ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যানের

Published

on

বিবি ডেস্ক : সরকারি সহায়তা না পেলে ‘দোকান বন্ধ’ করতে বাধ্য হবেন বলে শুক্রবার জানিয়ে দিলেন ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। সুপ্রিম কোর্টের রায়ে তিন মাসের মধ্যে ৪০হাজার কোটি টাকা দিতে হবে ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশনকে (ডিওটি)।

হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘‘এটা সত্যি যে যদি ত্রাণ না পাওয়া যায় তাহলে আমাদের দোকান বন্ধ করে দিতে হবে, কারণ বিশ্বের কোনো কোম্পানির পক্ষে সম্ভব নয় তিন মাসের মধ্যে ওই পরিমাণ জরিমানা দেওয়া।’’

শুক্রবার ভোডাফোন আইডিয়ার শেয়ার পড়েছে উল্লেখযোগ্য ভাবে। ৫.৩৪ শতাংশ পড়ে দাম হয় ৬.৯২ টাকা।

তিনি বলেন,‘‘যেহেতু আদালতে সরকার জিতেছে, তাই সরকারের পক্ষে সুযোগ রয়েছে কথা বলে বিষয়টিতে একটি সমাধানের পথ খোঁজার। আমি আশবাদী যে সরকার সেটা করবেন।’’

বিড়লা আরও বলেন,‘‘ যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সেকটর। ডিজিটাল ভারতের কর্মসূচি দাঁড়িয়ে রয়েছে এর উপর, তাই সরকারকে কৌশলগত ভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’’

Advertisement