ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই (UPI) ব্যবহার ডিজিটাল পেমেন্টে একটি নতুন যুগ এনে দিয়েছে । এর মাধ্যমে যে কেউ ঘরে বসে সহজেই পেমেন্ট করতে পারেন। ইউপিআই ব্যবহারকারীদের লেনদেন আরও সহজ করার জন্য, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) নতুন ফিচার চালু করেছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল (GFF), ২০২৪-এ ইউপিআই সার্কেল ফিচার চালু করেছেন । এই ফিচারটি চালু করে শক্তিকান্ত দাস বলেন, এই ফিচারের মাধ্যমে এখন এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’জন সহজেই ইউপিআই করতে পারবেন। এই ফিচারটি আসার সঙ্গে সঙ্গে ডিজিটাল পেমেন্টও বাড়বে।
এখন ‘ইউপিআই সার্কেল’- এ এমন একটি ফিচার যোগ করা হয়েছে, যেখানে যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই-এর সঙ্গে লিঙ্ক করা নেই তাঁরাও ইউপিআই ব্যবহার করতে পারবেন। যাঁরা অনলাইন ব্যাংকিং ব্যবহার করেন না তাঁদের জন্য এই ফিচারটি খুবই উপকারী প্রমাণিত হবে।
ইউপিআই সার্কেলের মাধ্যমে অর্থপ্রদানের জন্য, ব্যবহারকারীর শুধুমাত্র মোবাইল নম্বর এবং ওটিপি লাগবে। এই ফিচারের মাধ্যমে এখন পরিবার বা বন্ধুরাও আর্থিক লেনদেনের সুবিধা পাবেন। ইউপিআই সার্কেলে প্রাথমিক ব্যবহারকারী এবং দ্বিতীয় ব্যবহারকারী রয়েছে। যে ব্যবহারকারীর ইউপিআই আইডি আছে তাঁকে প্রাথমিক ব্যবহারকারী বলা হয়, আর যে ইউপিআই সার্কেলের সঙ্গে যুক্ত তাঁকে সেকেন্ডারি ব্যবহারকারী বলা হয়। এই দ্বিতীয় ব্যবহারকারীরাও সহজেই ইউপিআই পেমেন্টের সুবিধা পেতে পারেন।
এ ক্ষেত্রে প্রাথমিক ব্যবহারকারী সেকেন্ডারি ব্যবহারকারীকে ইউপিআই ব্যবহার করার ক্ষমতা দিলে, তিনি সহজেই প্রাথমিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে অর্থপ্রদান করতে পারেন। দ্বিতীয় ব্যবহারকারী আংশিক বা সম্পূর্ণ ইউপিআই পেমেন্ট করতে পারবেন কিনা, সেটা প্রাথমিক ব্যবহারকারী অনুমতির উপর নির্ভর করবে।