নয়াদিল্লি: আধার কার্ড, আমাদের পরিচয়! এই বাক্যটি আজকের দিনে একেবারে যথাযথ। ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে নতুন মোবাইল কেনা পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই পরিচয় প্রমাণ হিসেবে আধার কার্ডের চাহিদা থাকে। আধার কার্ডে আমাদের ব্যক্তিগত তথ্য যেমন প্রিন্ট করা থাকে, তেমনই আধার নম্বরের মাধ্যমে সরকার আমাদের অনেক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে রাখে। এজন্য আধার কার্ডের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরামর্শ দেওয়া হয়।
আধার কার্ড এখন প্রত্যেক ভারতীয়ের জীবনে অত্যাবশ্যকীয় একটি নথি হয়ে উঠেছে। তাই এই কার্ডে থাকা তথ্য সঠিক থাকা অত্যন্ত জরুরি। সময়মতো এই তথ্য আপডেট করা উচিত, এমন পরামর্শ দিয়ে থাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। যারা আধার কার্ড জারি করে থাকে। এজন্য UIDAI কিছু সময়ের জন্য বিনামূল্যে আধার আপডেটের সুবিধা প্রদান করছে।
তবে এই সুযোগের সময়সীমা শীঘ্রই শেষ হতে চলেছে। কয়েকদিন পর থেকে আধার কার্ডের কোনো তথ্য আপডেট করতে হলে, নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। ফলে যারা এখনও তাদের আধার কার্ড আপডেট করেননি, তারা যেন দ্রুত এই ফ্রি সুবিধার সুযোগ নেন।
UIDAI-এর পরামর্শ অনুযায়ী, আধার কার্ডের তথ্য সঠিক না থাকলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই নিজের এবং পরিবারের সবার আধার কার্ডের তথ্য আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) ঘোষণা করেছে, ১০ বছরেরও বেশি আগে জারি করা আধার কার্ডগুলি, যেগুলো তারপর থেকে আপডেট করা হয়নি, ১৪ সেপ্টেম্বরের আগে পুনরায় যাচাই করতে হবে৷ এই কার্ডগুলি আপডেট করতে, ধারকদের অবশ্যই পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ জমা দিতে হবে৷ ১৪ সেপ্টেম্বর সময়সীমা পার হয়ে যাওয়ার পরে, যারা তাদের আধার কার্ড আপডেট করবে না, তাদের পরে করা কোনও পরিবর্তনের জন্য ৫০ টাকা চার্জ দিতে হবে।