আনলক ৩ : জেনে নিন যা খোলা থাকবে ও বন্ধ থাকবে

নয়াদিল্লি : দ্বিতীয় পর্যায়ের অনলক শেষ হওয়ার আগেই আনলক ৩-এর নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। একনজরে দেখে নিন যা বন্ধ থাকবে ও যা খোলা থাকবে।

যা খোলা থাকবে

নাইট কার্ফু প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
রাতে বেলা সাধারণ মানুষের চলাচলের উপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

যোগ ব্যায়াম ও জিমগুলি আগামী ৫ আগস্ট খোলার অনুমতি দেওয়া হবে।

‘বন্দে ভারত মিশনের’ আওতায় নিয়ন্ত্রিত পদ্ধাতিতে যাত্রীদের আন্তর্জাতিক বিমান ভ্রমণ করা অনুমতি দেওয়া হবে।

তবে সংক্রমিত এলাকার জন্য বিভিন্ন রাজ্য সরকারগুলি যে নির্দেশিকা জারি করেছে, তা বহাল থাকবে।

যা বন্ধ থাকবে

স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

মেট্রো রেল, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অনুষ্ঠান বাড়ি,
সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জমায়েত
খেলাধুলো ও বিনোদন।

কনন্টেমেন্ট জোনগুলিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত লকডাউন জারি থাকবে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জেলা প্রশাসন তাদের ওয়েবসাইটে কনন্টেমেন্ট জোনের তালিকা ঘোষণা করবে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বড় কোনো জমায়েত করা চলবে না। প্রযুক্তির ব্যবহার করে এই দিন উদযাপন করা যাবে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.