৬০ বছর পার করার পর সঞ্চয় ও বিনিয়োগে গুরুত্ব বাড়ে নিরাপত্তা ও নিশ্চয়তার উপর। এমন পরিস্থিতিতে ফিক্সড ডিপোজিট (এফডি) সিনিয়র সিটিজেনদের জন্য আদর্শ বিকল্প হতে পারে। এফডি হল সরকার-সমর্থিত এমন একটি বিনিয়োগ প্রকল্প, যা নির্দিষ্ট রিটার্ন দেয়। সিনিয়র নাগরিকদের জন্য এখানে অতিরিক্ত সুদের সুবিধা থাকে, যা সাধারণত ০.৫০ শতাংশ-০.৭৫ শতাংশ বেশি।
বর্তমানে বাজারে সুদের হারের ওঠানামার মধ্যেও কিছু সরকারি ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য ৮ শতাংশের কাছাকাছি বার্ষিক সুদের হার দিচ্ছে, বিশেষ করে ৪০০ থেকে ৫৫৫ দিনের মেয়াদে। জুন ২০২৫-এ এমনই ৬টি ব্যাঙ্কের তালিকা রইল—
১. সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
সিনিয়র সিটিজেনদের জন্য সর্বোচ্চ সুদের হার ৭.৮৫ শতাংশ (বিশেষ স্কিমে)।
২. পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক
৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার নির্দিষ্ট সময়ের জন্য।
৩. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৭.৭০ শতাংশ পর্যন্ত সুদের অফার দিচ্ছে নির্দিষ্ট মেয়াদী স্কিমে।
৪. ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৬০ শতাংশ পর্যন্ত।
৫. ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)
৭.৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ অফার রয়েছে।
৬. পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)
৭.৫০ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা দিচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য।
সিনিয়র সিটিজেন এফডি-র বিশেষত্ব:
- নিশ্চিত রিটার্ন ও কম ঝুঁকি।
- বেস রেটে অতিরিক্ত ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশ সুদের সুবিধা।
- অবসর জীবন কাটানোর নির্ভরযোগ্য আয় পরিকল্পনা।
- ডিআইসিজিসি বিমা দ্বারা ৫ লক্ষ পর্যন্ত সুরক্ষিত।