মধ্যপ্রাচ্যে ইজরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র হওয়ার জেরে শুক্রবার সকালেই বড় পতন দেখা গেল ভারতীয় শেয়ার বাজারে। সেনসেক্স ১৩০০ পয়েন্টের বেশি পড়ে যায়, নিফটি ১.৭ শতাংশ নেমে যায়।
বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৮০,৪২৭.৮১ পয়েন্টে নেমে আসে, যা গতকালের বন্ধের তুলনায় ১,৩০০ পয়েন্ট কম। দিনের মধ্যে সর্বনিম্ন যায় ৮০,৩৫৪.৫৯ পয়েন্টে। নিফটি ২৪,৮৮৮.২০ থেকে নেমে ২৪,৪৭৩ পয়েন্টে নেমে আসে।
বিশেষজ্ঞদের মতে, এই সাময়িক অস্থিরতা লগ্নিকারীদের জন্য সুযোগও হতে পারে। তাঁদের মতে, অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে না, বরং ভাল শেয়ার কম দামে কেনার সুযোগ দেবে।
সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে তেল-গ্যাস খাতের শেয়ার। মহনগর গ্যাস, আইজিএল, বিপিসিএল, আইওসি-র শেয়ার পড়েছে ১.৬%। ব্যাঙ্ক, আইটি, অটো, ধাতু ও পিএসইউ ব্যাঙ্ক সূচকও ১-১.৫% হ্রাস পেয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ সূচক পড়েছে যথাক্রমে ১.১% ও ১.৫%।
বিশ্লেষকদের মতে, বাজার এখন ‘রিস্ক-অফ’ মুডে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের অপেক্ষা করে দেখা উচিত। নিফটির ২৪,৫০০ স্তরে ভাল সাপোর্ট থাকতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, উচ্চ ঝুঁকিপূর্ণ বা ঋণভিত্তিক লেনদেন এখন এড়ানো ভাল। বরং বাজার পড়লে সেটিকে ভবিষ্যতের জন্য বিনিয়োগের সুযোগ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন তাঁরা।