এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য পিপিএফ, এনএসসি-র সুদের হার ঘোষণা

সাধারণের জন্য ভবিষ্যৎ নিধি (পিপিএফ) এবং জাতীয় সঞ্চয়পত্র (এনএসসি)-র মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় সরকার।

অর্থনৈতিক বিষয়ক দপ্তর (ডিইএ) শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “১ এপ্রিল ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের জন্য বিভিন্ন ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত থাকবে, যা ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিক (১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৫)-এর জন্য নির্ধারিত ছিল।”

আগের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, জনসাধারণের ভবিষ্যৎ নিধি (পিপিএফ)-এর সুদের হার ৭.১ শতাংশ এবং ডাকঘর সঞ্চয় আমানতের সুদের হার ৪ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। নিরাপদ বিনিয়োগ খুঁজছেন এমন ব্যক্তিরা সাধারণত পিপিএফে বিনিয়োগ করেন, কারণ এটি দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পাশাপাশি কর সুবিধা প্রদান করে।

এদিকে, সুকন্যা সমৃদ্ধি যোজনার আমানতে ৮.২ শতাংশ সুদ দেওয়া হবে এবং তিন বছরের মেয়াদী আমানতের সুদের হার ৭.১ শতাংশ অপরিবর্তিত থাকবে।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস)-এর সুদের হার ৮.২ শতাংশ রাখা হয়েছে। এটি প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় উচ্চতর রিটার্ন প্রদান করে।

অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে পাঁচ বছরের মেয়াদি আবর্তক আমানত (আরডি)-এর সুদের হার ৬.৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগামী এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য অপরিবর্তিত থাকবে।

সরকার প্রতি অর্থবছরের প্রতিটি ত্রৈমাসিকে ডাকঘর ও ব্যাংক দ্বারা পরিচালিত ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার নির্ধারণ ও ঘোষণা করে।

উল্লেখ্য, সরকার ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকেও সুদের হার অপরিবর্তিত রেখেছিল।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.