ছন্দে ফেরার ইঙ্গিত শেয়ার বাজারের, লাভের অঙ্কে টেক্কা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের

গত সপ্তাহের চারটি কেনাবেচার দিনে ধস নেমেছিল ভারতীয় শেয়ার বাজারে (Stock Market)। তবে চলতি সপ্তাহের শুরুর দিনেই ফের ছন্দে ফেরার ইঙ্গিত মিলল সোমবার। এ দিন স্টক মার্কেটের অন্যতম সূচকগুলির পুনরুত্থানে বড় ভূমিকা নিয়েছে ব্য়াঙ্কিং সেক্টর। তাদের মধ্যে লাভের অঙ্কে সবাইকে টেক্টা দিয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (Indusind Bank Ltd)।

বাজারের সূচকগুলির পরিস্থিতি

বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭২১.১৩ পয়েন্ট বা ১.২ শতাংশের বেশি উপরে উঠে ৬০,৫৬৬.৪২-এ বন্ধ হয়েছে। অন্য দিকে এনএসই নিফটি ফিফটি (NSE Nifty50) ১.১৭ শতাংশ বা ২০৭.৮০ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ১৮,০১৪.৬০-এ।

উল্লেখযোগ্য ভাবে, এ দিন সব ক্ষেত্রের সূচকগুলিই সবুজে বন্ধ হয়েছে। বিএসই মিডক্যাপ সূচক যোগ করেছে ২.৩ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ৩ শতাংশ বেড়েছে। এসবিআই (SBI), ইন্ডাসইন্ড ব্য়াঙ্ক (IndusInd Bank), হিন্দালকো ইন্ডাস্ট্রিজ (Hindalco Industries), টাটা স্টিল (Tata Steel) এবং কোল ইন্ডিয়া (Coal India) নিফটি-তে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে। অন্য দিকে, ডিভিস ল্য়াবস (Divis Labs), সিপলা (Cipla), ডা. রেড্ডিজ ল্যাবরেটরিজ (Dr Reddy’s Laboratories), নেসলে ইন্ডিয়া (Nestle India) এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) পিছিয়ে পড়েছে।

সোমবারের অন্যতম লাভদায়ী স্টক

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: ১,১৯৫.৭০ টাকা, +৪৭.৮৫ টাকা (৪.১৭%)

এসবিআই: ৫৯৭.১০ টাকা, +২৩.১০ টাকা (৪.০২%)

হিন্দালকো: ৪৪২.৯৫ টাকা, +১৩.৪০ টাকা (৩.১২%)

টাটা স্টিল: ১০৫.০০ টাকা, +২.৭৫ টাকা (২.৬৯%)

কোল ইন্ডিয়া: ২২০.৭৫ টাকা, +৫.৭০ টাকা (২.৬৫%)

বাজাজ ফিনসার্ভ: ১৫৩৫.০০ টাকা, +৩৭.৯৫ টাকা (২.৫৩%)

অ্যাক্সিস ব্যাঙ্ক: ৯২৮.৭০ টাকা, +২২.১০ টাকা (২.৪৪%)

আলট্রাটেক সিমেন্ট: ৭.৭৪.০০ টাকা, +১৬৪.৬০ টাকা (২.৩৮%)

আদানি এন্টারপ্রাইজ: ৩,৭১৬.৭৫ টাকা, +৭৪.৫৫ টাকা (২.০৫%)

এইচডিএফসি ব্যাঙ্ক: ১,৬২৯.৪৫ টাকা, +৩১.৮০ টাকা (১.৯৯%)

*মানিকন্ট্রোল থেকে

আরও পড়ুন: তিন মাসে সবচেয়ে বড় ধাক্কা, শেয়ার বাজারে ব্যাপক লোকসান বিনিয়োগকারীদের

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.