সেনসেক্স ছুঁল ৮০ হাজার, নিফটিতেও এক ধাক্কায় ১ শতাংশের বেশি বৃদ্ধি

Stock Market

সোমবার ভারতের শেয়ার বাজারে বড়সড় উত্থান দেখা গেল। সেনসেক্স ৮০,০০০-এর গণ্ডি অতিক্রম করল, এবং নিফটিতেও ১ শতাংশের বেশি বৃদ্ধি ঘটেছে। ব্লু-চিপ শেয়ারের উত্থান এবং মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জো়টের বড় জয়ের ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

বিএসই বেঞ্চমার্ক সেনসেক্স ৯৯২.৭৪ পয়েন্ট বা ১.২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮০,১০৯.৮৫-এ বন্ধ হয়। দিনের মধ্যেই এটি ৮০,৪৭৩.০৮-এ পৌঁছে যায়। এনএসই নিফটি ৩১৪.৬৫ পয়েন্ট বা ১.৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪,২২১.৯০-এ বন্ধ হয়েছে।

শেয়ারের পারফরম্যান্স:

লারসেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আদানি পোর্টস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস শীর্ষ লাভবান স্টক। তবে, জেএসডব্লিউ স্টিল, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, মারুতি, এশিয়ান পেইন্টস এবং এইচসিএল টেকের শেয়ার পতনের মুখে পড়ে।

সেনসেক্সে জুড়ল জোমাটো:

অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি জোমাটো ২৩ ডিসেম্বর থেকে জেএসডব্লিউ স্টিলের পরিবর্তে বিএসই সেনসেক্সের অংশ হবে।

বিশ্লেষকদের মতামত:

বিশেষজ্ঞদের মতে, “শুক্রবার নিফটির বড়সড় উত্থানের পর বাজারে আরও ইতিবাচকতা দেখা যাচ্ছে। মহারাষ্ট্রে বিজেপির জয় রাজনৈতিক ও বাজারের দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে।”

বিশ্ববাজারের পরিস্থিতি:

এশিয়ার মধ্যে সিওল এবং টোকিওর বাজার ঊর্ধ্বমুখী থাকলেও সাংহাই ও হংকং নিম্নমুখী ছিল। ইউরোপের বাজার সবুজ সংকেতে ছিল এবং শুক্রবার আমেরিকার বাজারও ঊর্ধ্বমুখী ছিল।

ক্রুড অয়েলের মূল্য:

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ০.৪০ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৪.৮৭ ডলারে পৌঁছেছে।

সেনসেক্স এবং নিফটির এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব জাগিয়েছে। মহারাষ্ট্রে বিজেপির ঐতিহাসিক সাফল্য এবং বাজারে স্থিতিশীলতার প্রত্যাশায় এই বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.