ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প (MSME) সেক্টরের জন্য সহজ এবং যথেষ্ট ক্রেডিট প্রবাহ নিশ্চিত করতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের ইনস্ট্যান্ট লোন স্কিমের সীমা ৫ কোটি টাকা থেকে বাড়ানোর পরিকল্পনা করছে।
এসবিআইয়ের ‘এমএসএমই সহজ – এন্ড টু এন্ড ডিজিটাল ইনভয়েস ফাইন্যান্সিং’ প্ল্যাটফর্মটি ব্যবসাগুলোর জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান দিয়ে থাকে। এর মাধ্যমে ব্যবসাগুলি ঋণের জন্য আবেদন করতে পারে, যাবতীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে পারে এবং ১৫ মিনিটের মধ্যে ঋণ পেতে পারে। এই প্রক্রিয়ায় কোনো রকম ভাবেই ম্যানুয়াল হস্তক্ষেপের দরকার পড়ে না।
এসবিআই চেয়ারম্যান সিএস সেটি সম্প্রতি বলেছেন, “গত বছর আমরা একটি ডেটা ভিত্তিক ব্যবসায়িক নীতি চালু করেছি, যার মাধ্যমে ৫ কোটি টাকার মধ্যে ক্রেডিট লিমিট নির্ধারণ করা হচ্ছে। যে কেউ আমাদের এমএসএমই শাখায় এলে তাঁদের প্যান এবং জিএসটি ডেটা সংগ্রহের অনুমতি দিলে ১৫-৪৫ মিনিটের মধ্যে ঋণের অনুমোদন পেতে পারে।”
তিনি আরও বলেন, “এমএসএমই ক্রেডিটকে সহজতর করতে আমরা কাজ করছি এবং সিজিটিএমএসই গ্যারান্টি সমর্থিত নগদ প্রবাহ ভিত্তিক ঋণদান করছি।” এর ফলে জামানতের প্রয়োজন কমবে এবং অনেকেই সরকারি এমএসএমই ঋণ ব্যবস্থায় আসতে পারবে। তিনি আরও বলেন, “আমাদের অনেক এমএসএমই গ্রাহক এখনও অপ্রাতিষ্ঠানিক ঋণ নিচ্ছেন। আমরা তাঁদের ব্যাংকিং ব্যবস্থায় আনার চেষ্টা করছি”।
তিনি জানান, এসবিআই ২০২৪ সালে ৬০০ নতুন শাখা খোলার পরিকল্পনা করছে। মার্চ, ২০২৪ অনুযায়ী, ব্যাংকটির ২২,৫৪২ শাখা রয়েছে।
তিনি বলেন, “আমাদের শক্তিশালী শাখা সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে, যা প্রধানত নতুন এলাকায় তৈরি হবে। অনেক আবাসিক কলোনি আমাদের কভারেজের বাইরে রয়েছে।”
এসবিআই দেশের ৬৫,০০০ এটিএম এবং ৮৫,০০০ ব্যবসায়িক প্রতিনিধি মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছায়। এসবিআই চেয়ারম্যানের কথায়, “আমরা প্রায় ৫০ কোটি গ্রাহককে সেবা দিচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা প্রতিটি ভারতীয়ের ব্যাংকার”।