বিজয় মালিয়ার শেয়ার বিক্রি করে ৭৯২ কোটি টাকা তুলল SBI-এর নেতৃত্বাধীন ব্যাঙ্কের কনসোর্টিয়াম

বিজয় মালিয়া

বিবি ডেস্ক : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন ব্যাঙ্কগুলির কনর্সোটিয়াম বিজয় মালিয়ার শেয়ার বেচে ৭৯২.১২ কোটি টাকা উদ্ধার করল। এই শেয়ারগুলির বাজেয়াপ্ত করে ইডি। শুক্রবারই এগুলি বিক্রি করে বকেয়া টাকা উদ্ধারে ছাড়পত্র দেয় সংস্থা।

এরপরই Debt Recovery Tribunal (DRT) ব্যাঙ্কগুলির কনর্সোটিয়ামের হয়ে শেয়ার বেচে টাকা উদ্ধার করে।

ইতিমধ্যেই কনর্সোটিয়াম মালিয়ার শেয়ার বেচে আলাদা আলাদা ভাবে ৫,৮২৪.৫০ কোটি টাকা এবং ১,৩৫৭ কোটি টাকা উদ্ধার করেছে।
শুক্রবারের পর ব্যাঙ্কেগুলি বকেয়া টাকার ৮১ শতাংশ উদ্ধার করতে সক্ষম হল। বিজয় মালিয়ার কাছে মোট পাওনা ৯,৯০০ কোটি টাকা।

বেশির ভাগ শেয়ার United Breweries Ltd (UBL) and United Spirits Ltd (USL) নামে ছিল। মালিয়ার ৭টি কোম্পানির মধ্যে এগুলি অন্যতম।এই কোম্পানিগুলির বেশির কাগুজে কোম্পানি।

সম্প্রতি আদালত ইডিকে অনুমতি দেয় এই শেয়ারগুলি এসবিআই এর নেত্বতাধীন কনসোর্টিয়ামের নামে ট্রান্সফার করে দিতে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.