বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য ২৭ পয়সা বেড়ে ৮৭-তে (অস্থায়ী) পৌঁছেছে। শক্তিশালী অর্থনৈতিক পরিসংখ্যান ও অপরিশোধিত তেলের দাম কমায় রুপির এই উত্থান হয়েছে বলে বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা জানিয়েছেন।
তবে, শেয়ারবাজারে দরপতন ও বিদেশি বিনিয়োগের ধারাবাহিক বেরিয়ে যাওয়া রুপির বড় উত্থানকে কিছুটা সীমিত করেছে।
অন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে রুপি ৮৭.১৩-তে লেনদেন শুরু করে এবং দিনভর সর্বোচ্চ ৮৬.৯৪ পর্যন্ত ওঠে। পরে দিনের সর্বনিম্ন ৮৭.১৫ ছুঁয়ে শেষ পর্যন্ত ৮৭ (অস্থায়ী) মূল্যে স্থির হয়, যা আগের দিনের তুলনায় ২২ পয়সা বেশি।
এর আগে, বুধবার রুপি ১ পয়সা কমে ৮৭.২২-তে বন্ধ হয়েছিল।
বিশ্লেষকদের মতে, ইতিবাচক অর্থনৈতিক পরিসংখ্যান ও দুর্বল মার্কিন ডলারের কারণে রুপির মান বেড়েছে, তবে দেশের শেয়ারবাজারের দুর্বলতা বড় উত্থানকে রুখে দিয়েছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক (PPI) ও সাপ্তাহিক বেকারত্ব সংক্রান্ত তথ্য রুপির ভবিষ্যৎ গতিবিধির ওপর প্রভাব ফেলতে পারে। আগামী দিনে মার্কিন ডলারের বিপরীতে রুপির বিনিময় হার ৮৬.৮০ থেকে ৮৭.২৫-এর মধ্যে ওঠানামা করতে পারে।
এদিকে, প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মূল্য নির্দেশক ০.১২ শতাংশ বেড়ে ১০৩.৭০-এ পৌঁছেছে।
অপরদিকে, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দর ০.৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭০.৬৯ মার্কিন ডলারে নেমে এসেছে।