উদ্বেগের মধ্যেই যৎসামান্য উন্নতি টাকার দামে

নয়াদিল্লি: চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভ (Federal Reserve) এবং ব্যাঙ্ক অব ইংল্যান্ডের (BoE) গুরুত্বপূর্ণ বৈঠকের আগে আর্থিক বাজারে আশার সঞ্চার। এক সপ্তাহের শীর্ষস্তর থেকে ডলারের দাম কমে যাওয়ায় মঙ্গলবার টাকার দামে মৃদু উন্নতি।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, গত সোমবার ডলারের তুলনায় টাকা বন্ধ হয়েছিল ৮২.৭৭৫০-এ। তবে সেই জায়গায় এ দিন ৮২.৭৪১২-এ খোলার পরে ডলার প্রতি ৮২.৭০-এ হাত বদল হয় টাকার।

সম্প্রতি টাকার দামে রেকর্ড পতনের সাক্ষী হয়েছে ভারতীয় অর্থনীতি। নামতে নামতে ঐতিহাসিক স্তরে নেমেছে টাকার দাম। ১ মার্কিন ডলারের দাম পৌঁছে গিয়েছিল ৮৩ টাকার উপরে। সেই জায়গা থেকে গত শুক্রবার অনেকটাই আশা জাগিয়ে ৮২.৪৭-এ বন্ধ হয় টাকা। সোমবার আরও কিছুটা শক্তিশালী হয়ে পৌঁছোয় ৮২.৩৮-এ। কিন্তু পর দিনই ৮২.৭৪ স্পর্শ করে ফেলে। অন্য দিকে, চলমান পতন ঠেকাতে বারবার ডলার বিক্রি করতে হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-কে। যে কারণে বিদেশি মুদ্রাভাণ্ডারেও (Foreign Currency Reserves) বড়োসড়ো পতন ঘটে গিয়েছে।

এমনিতে গত কয়েক মাস ধরেই ধরেই দেশের মুদ্রার দরে ক্রমাগত পতন ঘটছে। যার জেরে বিরোধীদের আক্রমণের মুখে পড়ছে নরেন্দ্র মোদী সরকার। কারণ, ২০১৪ সালে ভোটের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী হলে ডলারের দাম চল্লিশ টাকায় নামিয়ে আনবেন। তাঁর প্রধানমন্ত্রিত্বের আট বছর পার করে এক ডলার এখন ছুঁয়েছে ৮৩। এই পরিস্থিতিতে সরকারের বিড়ম্বনা আরও বাড়তে পারে বলে আর্থিক সমীক্ষা সংস্থা ব্লুমবার্গের বিশেষজ্ঞেরা ইঙ্গিত দিয়েছেন।

তবে ডলারের সাপেক্ষে টাকার দামের পতন প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইতিমধ্যেই জানিয়েছেন, টাকার দাম পড়ছে না। ডলার আরও মজবুত হচ্ছে। ডলারের সাপেক্ষে অন্যান্য মুদ্রার হালও একই। আরবিআই ধারবাহিক ভাবে চেষ্টা করছে।

আরও পড়ুন: ঋণ দেওয়ার নামে প্রতারণা করছে চিনা অ্যাপ! রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.