সোমবার দেশীয় শেয়ারবাজারের ইতিবাচক প্রবণতা ও আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দুর্বলতার ফলে ভারতীয় রুপি ২৪ পয়সা শক্তিশালী হয়ে ৮৬.৮১ টাকায় বন্ধ হয়েছে।
বৈদেশিক মুদ্রাবাজারের ব্যবসায়ীরা জানান, ডলারের দুর্বলতা এবং বিশ্ববাজারের ইতিবাচক প্রবণতার কারণে রুপি সামান্য শক্তিশালী হয়েছে। তবে, ক্রুড অয়েলের মূল্যবৃদ্ধি রুপির বড় উত্থানে বাধা দিয়েছে।
আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে রুপি ৮৬.৯০ টাকায় খোলা হয় এবং দিনের সর্বোচ্চ ৮৬.৭৬ ও সর্বনিম্ন ৮৬.৯০ টাকার মধ্যে ওঠানামা করে। শেষ পর্যন্ত রুপি ৮৬.৮১ টাকায় বন্ধ হয়, যা আগের দিনের তুলনায় ২৪ পয়সা বেশি। গত বৃহস্পতিবার রুপি ১৭ পয়সা বেড়ে ৮৭.০৫ টাকায় বন্ধ হয়েছিল।
এর আগে হোলির কারণে শুক্রবার ফরেক্স ও স্টক মার্কেট বন্ধ ছিল।
গবেষকরা জানাচ্ছেন, ডলারের দুর্বলতা ও বিশ্ববাজারের ইতিবাচক পরিবেশের কারণে রুপি কিছুটা শক্তিশালী হতে পারে। তবে, চলমান বাণিজ্য শুল্ক সমস্যা ও বিদেশি বিনিয়োগকারীদের মূলধন প্রত্যাহার রুপির বড় উত্থানে বাধা সৃষ্টি করতে পারে।
ডলার সূচক, যা ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের শক্তিমাপ নির্ধারণ করে, ০.১১ শতাংশ কমে ১০৩.৬০-এ পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.৯২ শতাংশ বেড়ে ৭১.২৩ ডলার প্রতি ব্যারেল হয়েছে।
মার্কিন খুচরো বিক্রি ও এম্পায়ার স্টেট ম্যানুফ্যাকচারিং ইনডেক্স এর তথ্য থেকে বাজারের পরবর্তী প্রবণতা নির্ধারিত হতে পারে। রুপির দাম ৮৬.৬০ থেকে ৮৭-এর মধ্যে থাকতে পারে।