জিও হটস্টারের সঙ্গে যৌথভাবে একটি পাঁচ পর্বের তথ্যচিত্র সিরিজ প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। যার মাধ্যমে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের অন্তর্নিহিত কাজকর্মকে জনসাধারণের কাছে তুলে ধরা হবে।
তথ্যচিত্রটির নাম ‘RBI Unlocked: Beyond the Rupee’, এবং এটি Chalkboard Entertainment নামক মুম্বইয়ের একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছে।
এই প্রকল্পটি আরবিআইয়ের ৯০ বছরের ইতিহাসকে চিত্রিত করে এবং ব্যাঙ্কটির বিভিন্ন ভূমিকা ও কার্যপ্রণালী সম্পর্কে সচেতনতা তৈরি করাই এর লক্ষ্য।
আরবিআই-এর বিবৃতিতে বলা হয়েছে, এই তথ্যচিত্রের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসেবে আরবিআই যেসব দায়িত্ব পালন করে যেমন—মুদ্রা পরিচালনা, আর্থিক নীতি রূপায়ণ, ব্যাঙ্ক ও NBFC-এর নিয়ন্ত্রণ, সুদের হার ও মুদ্রা বাজারে নিয়ন্ত্রণ, লেনদেন ব্যবস্থার নজরদারি এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ—সবকিছু সহজভাবে তুলে ধরা হয়েছে।
এই তথ্যচিত্র সিরিজের প্রথম পর্ব ৩ জুন ২০২৫-এ মুক্তি পেয়েছে।
জিও হটস্টার সাবস্ক্রিপশন পরিকল্পনা
জিও হটস্টারে তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে—দুটি বিজ্ঞাপনসহ এবং একটি প্রিমিয়াম বিজ্ঞাপনমুক্ত পরিকল্পনা।
মোবাইল প্ল্যান (বিজ্ঞাপনসহ): ১৪৯ টাকা প্রতি ৩ মাসে / ৪৯৯ টাকা প্রতি বছরে। এক মোবাইল ডিভাইসে দেখা যাবে।
সুপার প্ল্যান (বিজ্ঞাপনসহ): ২৯৯ টাকা প্রতি ৩ মাসে / ৮৯৯ টাকা প্রতি বছরে। একসঙ্গে দুটি ডিভাইসে দেখা যাবে।
প্রিমিয়াম প্ল্যান (বিজ্ঞাপনমুক্ত): ২৯৯ টাকা প্রতি মাসে / ৪৯৯ টাকা প্রতি ৩ মাসে / ১,৪৯৯ টাকা প্রতি বছরে। একসঙ্গে চারটি ডিভাইসে দেখা যাবে। এই প্ল্যান শুধুমাত্র ওয়েব ব্রাউজার থেকে কেনা যায়।
এই প্রিমিয়াম প্ল্যানে কোনও বিজ্ঞাপন দেখা যাবে না, এমনকি লাইভ শো বা প্রোগ্রাম চলাকালীনও নয়, যার ফলে এর দাম তুলনামূলকভাবে বেশি।
তথ্যচিত্রটি সাধারণ দর্শকদের জন্য আরবিআই-এর কাজকর্ম বোঝার একটি দুর্লভ সুযোগ বলে মনে করছে আরবিআই।