এফডি-তে সুদের হার বাড়াল এই ২ ব্যাঙ্ক, জানুন বিস্তারিত

Currency

বিবি ডেস্ক: দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ক্রমাগত সুদের হার বাড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। এমন পরিস্থিতিতে এর সরাসরি প্রভাব পড়ছে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রেট (Fixed Deposit Rates), আরডি রেট (Recurring Deposit Rates) এবং সেভিংস অ্যাকাউন্টের (Saving Account) সুদের হারের ওপর।

সুদের হার বাড়িয়েছে ২ ব্যাঙ্ক

আরবিআই সুদের হার বাড়ালেই ব্যাঙ্কগুলোও ক্রমাগত নিজেদের ঋণের সুদের হার বাড়াচ্ছে। সম্প্রতি দু’কোটি টাকার কম আমানতের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের দু’টি ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলি হল ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Union Bank of India) এবং আরবিএল ব্যাঙ্ক (RBL Bank)।

বলে রাখা ভালো, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্ক হল একটি বেসরকারি ব্যাঙ্ক। উভয় ব্যাঙ্কের নতুন সুদের হার ২৫ নভেম্বর (শুক্রবার) থেকে কার্যকর হয়েছে। এই ব্যাঙ্কগুলি নিজেদের সাধারণ গ্রাহকদের এফডি স্কিমে সর্বোচ্চ ৭.৫৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এফডি-তে সুদের হার (সাধারণ)

৭-১৪ দিন: ৩.০০ শতাংশ

১৫-৩০ দিন: ৩.০০ শতাংশ

৩১-৪৫ দিন: ৩.০০ শতাংশ

৪৬-৯০ দিন: ৪.০৫ শতাংশ‌

৯১-১২০ দিন: ৪.৩০ শতাংশ

১২১-১৮০ দিন: ৪.৪০ শতাংশ

১৮১ দিন থেকে ১ বছরের কম: ৫.২৫ শতাংশ

১ বছরের বেশি থেকে ৫৯৮ দিন: ৬.৩০* শতাংশ

৫৯৯ দিন: ৭.০০ শতাংশ

৬০০-৬৯৯ দিন: ৬.৩০* শতাংশ

৭০০ দিন: ৭.২৫* শতাংশ

৭০০ দিন থেকে ২ বছর: ৬.৩০* শতাংশ

২ বছরের বেশি থেকে ৭৯৯ দিন: ৬.৩০* শতাংশ

৮০০ দিন: ৭.৩০* শতাংশ

৮০১ দিন থেকে ৩ বছরের কম: ৬.৩০* শতাংশ

৩ বছর: ৭.৩০* শতাংশ

৩ বছর থেকে ৫ বছর: ৬.৭০ শতাংশ

৫ বছর থেকে ১০ বছর: ৬.৭০ শতাংশ

*শর্তাবলি প্রযোজ্য।

আরবিএল-এর এফডি-তে সুদের হার (সাধারণ)

৭-১৪ দিন: ৩.২৫ শতাংশ

১৫-৪৫ দিন: ৩.৭৫ শতাংশ

৪৬-৯০ দিন: ৪.০০ শতাংশ‌

৯১-১৮০ দিন: ৪.৫০ শতাংশ

১৮১ – ২৪০ দিন: ৫.০০ শতাংশ

২৪১ – ৩৬৪ দিন: ৫.৮৫ শতাংশ

৩৬৫ – ৪৫২ দিন: ৭.০০ শতাংশ

৪৫৩-৪৫৯ দিন: ৭.৫৫ শতাংশ

৪৬০-৭২৪ দিন: ৭.৫৫ শতাংশ

৭২৫ দিন: ৭.৫৫ শতাংশ

৭২৬ দিন থেকে ২৪ মাসের কম: ৭.০০ শতাংশ

২৪ মাস থেকে ৩৬ মাসের কম: ৭.০০ শতাংশ

৩৬ মাস থেকে ৬০ মাস ১ দিন: ৬.৫৫ শতাংশ

৬০ মাস ২ দিন থেকে ২৪০ মাস দিন: ৬.২৫ শতাংশ

৮০১ দিন থেকে ৩ বছরের কম: ৬.৩০* শতাংশ

ট্যাক্স সেভিংস এফডি (৬০ মাস): ৬.৫৫ শতাংশ

৩ বছর থেকে ৫ বছর: ৬.৭০ শতাংশ

৫ বছর থেকে ১০ বছর: ৬.৭০ শতাংশ

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.