Connect with us

খবর

সুদের হারে কোনো পরিবর্তন নয়, বৈঠকের পর জানাল রিজার্ভ ব্যাঙ্ক

বৈঠকের তিন দিনের মাথায় বুধবার সংশোধিত সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Published

on

RBI

বৈঠকের তিন দিনের মাথায় বুধবার সংশোধিত সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

বিবি ডেস্ক: রেপো রেট ও রিভার্স রেপো রেটে কোনো পরিবর্তন আনল না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। বুধবার আরবিআইয়ের গভর্নর জানিয়ে দিলেন, রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশই থাকছে। পাশাপাশি ২০২১-২২ আর্থিক বছরের জন্য আনুমানিক জিডিপি বৃদ্ধির হার ১০.৫ শতাংশ স্থির করেছে আরবিআই।

গত ৫ এপ্রিল শুরু হয়েছিল আরবিআই-এর আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠক। তিন দিনের মাথায় বুধবার সংশোধিত সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

কী কারণে অপরিবর্তিত?

করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে ভারতে। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি রাজ্যে ফিরেছে নাইট কারফিউ, সপ্তাহান্তে লকডাউন-সহ অন্যান্য বিধিনিষেধ। স্বাভাবিক ভাবেই অর্থনীতিকে চাঙ্গা রাখতে ঋণের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

এমনিতে মার্কিন বন্ডে ফলন বৃদ্ধি পাওয়ায় ভারতীয় বাজারে আপাত অনীহা প্রকাশ করছেন বিদেশি বিনিয়োগকারীরা। স্বভাবতই, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই আরবিআই-এর এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

রেপো রেট এবং রিভার্স রেপো রেট কী?

বাণিজ্যিক ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলিকে আরবিআই যে সুদের হারে ঋণ দেয় তাকে রেপো রেট বলে। লো রেপো রেটের অর্থ ব্যাঙ্ক থেকে সমস্ত ধরনের ঋণ সস্তা হবে। এটি আপনার আমানতের সুদের হারও বাড়ায়।

অন্যদিকে আরবিআই-এর কাছে নিজেদের গচ্ছিত অর্থের জন্য সুদ পায় ব্যাঙ্কগুলি। অর্থাৎ, আরবিআই-এ তাদের জমা হওয়া টাকার জন্য ব্যাঙ্কগুলি যে হারে সুদ পায়, তাকে বলা হয় রিভার্স রেপো রেট।

আরও পড়তে পারেন: ২০২১ সালের সব থেকে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করল Forbes, টানা চতুর্থবার শীর্ষে জেফ বেজোস

Advertisement