সোনার ভান্ডারে ১০২ টন সোনা যুক্ত করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার ধনতেরাসের শুভলগ্নে এই সোনা ব্রিটেনের ব্যাংক অফ ইংল্যান্ডের ভল্ট থেকে ভারতে নিয়ে আসা হয়েছে। আরবিআইয়ের সাম্প্রতিক বৈদেশিক মুদ্রা রিজার্ভের রিপোর্ট অনুসারে, বর্তমানে আরবিআইয়ের হাতে মোট ৮৫৫ টন সোনা রয়েছে, যার মধ্যে ৫১০.৫ টন এখন দেশের অভ্যন্তরীণ সুরক্ষিত স্থানে মজুত করা হয়েছে।
গত সেপ্টেম্বর ২০২২ থেকে এখনও পর্যন্ত আরবিআই দেশে মোট ২১৪ টন সোনা ফিরিয়ে এনেছে। আন্তর্জাতিক অস্থির পরিস্থিতির মধ্যেই সরকার এবং আরবিআই তাদের সোনার ভান্ডার দেশে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। গত মে মাসেও প্রায় ১০০ টন সোনা দেশে আনা হয়েছিল। সোনা আনার এই গোপন অপারেশনে বিশেষ বিমান এবং উচ্চমানের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গোপন রাখা হয়েছে এবং শুল্ক থেকে বিশেষ ছাড় নেওয়া হয়েছে।
দেশীয় ভান্ডারে সোনার সুরক্ষা
এখনও পর্যন্ত আরবিআইয়ের মোট ৩২৪ টন সোনা ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটলমেন্টসে মজুত রয়েছে। এছাড়া, প্রায় ২০ টন সোনা বিভিন্ন ডিপোজিট স্কিমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক লেনদেনের সুবিধার্থে লন্ডন ভল্টে কিছু সোনা মজুত রাখা হয়েছে। লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার ভান্ডার হিসেবে পরিচিত এবং এর মাধ্যমে আরবিআই সহজে লন্ডন বুলিয়ন মার্কেটে লেনদেন করতে পারে।
আরবিআইয়ের তথ্যে প্রকাশ, ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে সোনার রিজার্ভ ভারতের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভের ৯.৩ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চ শেষে ছিল ৮.১ শতাংশ।