নিজস্ব প্রতিনিধি : শিলিগুড়ির নিউ জলপাইগুড়ির স্থলবন্দর থেকে চালু হল রেলপথে রপ্তানি পরিষেবা। বৃহস্পতিবার প্রথমদিন মোষের মাংস বোঝাই ১২টি কন্টেনার সহ রেলের বিশেষ রেক রওনা দিল আইসল্যান্ডের উদ্দেশ্যে।
কমল রপ্তানি ব্যয়
উত্তর-পূর্ব ভারতের পণ্যসামগ্রী দেশে ও বিদেশে পাঠাতে হলে তা কলকাতা কিংবা হলদিয়া বন্দর থেকে পাঠানো হত। যা অনেকটাই সময়সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। কিন্তু, এই স্থলবন্দরে রেলপথে রপ্তানি পরিষেবা চালু হওয়ার ফলে সময় এবং খরচ দুটোই বাঁচবে।
জাঁকজমক ছাড়াই পরিষেবার সূচনা
কোভিড স্বাস্থ্যবিধি মেনে কোনোরকম জাঁকজমক অনুষ্ঠান ছাড়াই এই রপ্তানি পরিষেবার সূচনা হল বৃহস্পতিবার। বেসরকারি লজিস্টিক কোম্পানির টার্মিনাল ম্যানেজার আলম খান জানিয়েছেন, ‘‘এই প্রথম রেলপথে রপ্তানি পরিষেবা চালু হল। এতে খরচ এবং সময় দুটোই বাঁচবে।