কর্মরত মহিলাদের জন্য পিএনবি ‘মাতৃত্ব ঋণ’, জানুন সুদের হার, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন প্রক্রিয়া

‘পিএনবি মাতৃত্ব’ নামে একটি ব্যাক্তিগত ঋণ স্কিম চালু করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি)। গর্ভাবস্থা এবং প্রসবের পরে কর্মরত মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য চালু করা হয়েছে এই বিশেষ ঋণ।

এই স্কিমে শিশুর জন্ম ও মাতৃত্বকালীন চিকিৎসা সংক্রান্ত খরচ মেটাতে ২৫,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ঋণের জন্য যোগ্য প্রাথীরা প্রত্যাশিত ডেলিভারির দুই মাস আগে থেকে প্রসবের পর তিন মাস পর্যন্ত আবেদন করতে পারবেন।

যারা এ স্কিমে আবেদন করতে চান, তাঁদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে—

১. কেন্দ্র বা রাজ্য সরকার, কোনো পাবলিক সেক্টর প্রতিষ্ঠান (PSU) অথবা স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ী পদে কর্মরত হতে হবে।
২. আবেদনকারীর বেতন জনিত লেনদেনের জন্য পিএনবি-তে একটি স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে।
৩. গর্ভাবস্থা বা প্রসব নিশ্চিত করে একটি ডিক্লেয়ারেশন জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

১. পিএনবি-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘পিএনবি মাতৃত্ব ঋণ’ পেজে যান।
২. স্কিমের যোগ্যতা শর্তাবলী যাচাই করুন।
৩. প্রয়োজনীয় নথিপত্র তৈরি রাখুন:

  • পরিচয়পত্র (আধার, প্যান কার্ড ইত্যাদি)
  • কর্মসংস্থান প্রমাণপত্র
  • গর্ভাবস্থা/প্রসব ডিক্লেয়ারেশন
    ৪. আবেদন ফরম পূরণ করে উপরে উল্লেখিত কাগজপত্র জমা দিন। কোনো দুশ্চিন্তা থাকলে ফরম পূরণের আগে গ্রাহক সেবা কর্মকর্তার পরামর্শ নিন।
    ৫. ব্যাংক আপনার আবেদন যাচাইয়ের পর অনুমোদন জানাবে, এবং সব কিছু সঠিক থাকলে ঋণ অর্থ আপনার পিএনবি অ্যাকাউন্টে জমা হবে।

মূল ফিচার:

  • ঋণের পরিমাণ: ২৫,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত
  • সুদের হার: RLLR + BSP + ২.১৫%, যা বর্তমানে ৮.৮৫% প্রতি বছর হবে
  • ঋণের ধরণ: টার্ম লোন
  • পরিশোধের মেয়াদ: সর্বাধিক ৭২ মাস (ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট)
  • প্রসেসিং ফি: কোনো ডকুমেন্টেশন চার্জ বা আপফ্রন্ট ফি নেই।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.