অপরিশোধিত তেল দাম কমলেও ভারতের বাজারে জ্বালানি তেলের দর অপরিবর্তিত

oil-price

নয়াদিল্লি : অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতের বাজারে জ্বালানি তেলের অপরিবর্তিতই থেকে গিয়েছে। সোমবার অপরিশোধিত তেলের দাম ৩০ ডলার মার্ক কমেছে। যা ২০১৬-র জানুয়ারি মাসের পর সবচেয়ে কম।

করোনাভাইরাস এবং দাম নিয়ে রাশিয়া, সৌদি আরব প্রতিযোগিতার কারণে গত ২৭ ফেব্রুয়ারি থেকে লাগতার দাম কমছে জ্বালানি তেলের। কিন্তু দেশে তেলের দাম কার্যত অপরিবর্তিতই থেকে গিয়েছে।

দিল্লিতে মঙ্গলবার প্রতি লিটার পেট্রোলের দাম ৬৯.৫৯টাকা এবং ডিজেলের দাম ৬২.২৯টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ৭৫.৩০টাকা এবং ডিজেলের দাম ৬৫.২১টাকা। কলকাতায় পেট্রোলের দাম ৭৪.১১টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৬৪.৬২টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম ৭২.২৮টাকা এবং ডিজেলের দাম ৬৫.৭১টাকা।

একটি রিপোর্ট অনুযায়ী, ৩টাকা শুল্ক বাড়লেও তেল বিপণন কোম্পানিগুলির কাছে সুযোগ ছিল দাম কমানোর । আইসিআইসিআই-এর সিকিউরিটির একটি রিপোর্ট অনুযায়ী, তেল বিপণন কোম্পনিগুলির কাছে ১৬ মার্চ জ্বালানি তেলের নেট লাভ ছিল ৫টাকা প্রতি লিটার।

সূত্র : লাইভ মিন্ট

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.