বিবি ডেস্ক : প্রধানমন্ত্রী বিভিন্ন সময় দেশের বিভিন্ন সংগঠন বা সংস্থার থেকে উপহার পেয়েছেন। তেমনই ২৭০০ উপহার উঠবে নিলামে। সেই অর্থ খরচ হবে গঙ্গা পরিষ্কার এবং সংরক্ষণে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই নিলাম। বুধবার এ খবর জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।
বর্তমানে এই উপহারগুলি প্রদর্শিত হচ্ছে ন্যাশানাল গ্যালারি অফ মডার্ন আর্টে। ২৭৭২টি উপহারের মধ্যে রয়েছেনানা ধরনের পাগড়ি, শাল, আঁকা ছবি, তলোয়ার সহ আরও নানা কিছু। বিভিন্ন সংগঠন এই উপহারগুলি প্রধানমন্ত্রীকে দিয়েছে।
একটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই নিলাম হবে। ওয়েব সাইটটি তৈরি করেছে ন্যাশানাল ইনফরমেট্রিক্স সেন্টার।
মন্ত্রী জানিয়েছেন, ‘‘গত ছ’মাস ধরে প্রধানমন্ত্রী যে উপহার পেয়েছেন সেগুলি নিলাম হবে। এবার অনলাইনে নিলাম হবে।’’ উল্লেখ্য এর আগেও জানুয়ারি মাসে একবার নিলাম হয়েছিল।
উপহার সামগ্রীগুলি দাম ঠিক হয়েছে সবচেয়ে কম ২০০টাকা এবং সবচেয়ে বেশি ২লাখ ৫০ হাজার টাকা।
আড়াই লাখ টাকার সামগ্রীটি হল প্রধানমন্ত্রীর একটি পোট্রেট। সিল্কের উপর আঁকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোট্রেট।
এই মেমেন্টোর তালিকায় রয়েছে ৫৭৬টি সাল, ৯৬৪টি পোশাক, ৮৮টি পাগড়ি। এর সঙ্গে রয়েছে গরুর রেপ্লিকাও।