বিবি ডেস্ক: আর্থিক মন্দাকে নিয়ন্ত্রণে আনতে শনিবার কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
কী ধরনের ঘোষণা তিনি করতে পারেন তা স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে আবাসন শিল্পকে চাঙ্গা করতে বেশ কিছু ঘোষণা করতে পারেন তিনি। কারণ, আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন কেন্দ্র। গত দুই বছরে এই শিল্পে ব্যাপক কর্মী ছাঁটাই হয়েছে। অবিক্রিত আবাসনের সংখ্যা কার্যত রেকর্ড ছুঁয়েছে।
প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে টুইট করে জানানো হয়েছে শনিবার দুপুর ২-৩০-এ সংবাদিক বৈঠক করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
ক্রমশ পড়তে থাকা আর্থিক অবস্থার হাল ধরতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। পরিকাঠামোতে বিনিয়োগের ঘোষণার পাশাপাশি বিদেশি বিনিয়োগের পথও সুগম করা হয়েছে।
আগামী সপ্তাহে গোয়াতে বৈঠকে বসছে জিএসটি কাউন্সিল। গাড়ি শিল্প সহ বেশ কিছু ক্ষেত্রে জিএসটি কম করার কথা ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।