খবর
১ আগস্ট থেকে নয়া বিমা বিধি চালু, দাম কমবে গাড়ির
১ আগস্ট থেকে কমছে গাড়ি, স্কুটারের দাম। কেন্দ্রের নতুন বিধিতে বিমার প্রিমিয়ামের খরচ কমার কারণে শনিবার থেকে দু’চাকা এবং অন্য গাড়ির দাম কমছে।

বাংলাBIZ ডেস্ক : ১ আগস্ট থেকে কমছে গাড়ি, স্কুটারের দাম। কেন্দ্রের নতুন বিধিতে বিমার প্রিমিয়ামের খরচ কমার কারণে শনিবার থেকে দু’চাকা এবং অন্য গাড়ির দাম কমছে।
ভারতের বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (IRDAI) নতুন বিধি, ১ আগস্ট ২০২০ থেকে যে সমস্ত গাড়ি কেনা হবে তার উপর জারি হবে। নিজের কারণে গাড়ির ক্ষতি (OD) বা তৃতীয় ব্যক্তির জন্য ক্ষতি (TD) উভয় বিমার ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হয়েছে।
এর আগে বাধ্যতামূলক ভাবে দু’চাকা ও চারচাকার গাড়ির মালিককে তৃতীয়জনের কারণে ক্ষতির জন্য বিমা করাতে হতো । বাইকের জন্য ৫ বছর এবং চারচাকার গাড়ির জন্য তিন বছরের বিমা করা হতো। কোনো ব্যক্তি ওটি এবং টিডি যুক্তভাবে দীর্ঘ মেয়াদী বিমা করাতে চান তবে তিনি তা করতে পারতেন।
কিন্তু নতুন এই বিধিতে গাড়ির ক্রেতাকে বাধ্যতামূলক ভাবে এক বছরের জন্য টিপি বিমা করাতে হবে। এর সঙ্গে ক্রেতা এক বছরের জন্য ওডি বিমা করাতে পারেন।
এর সঙ্গে ক্রেতাকে বাধ্যতামূলক ভাবে দীর্ঘমেয়াদী সময়ে কোনো একটি বিমা সংস্থাকে ধরে রাখতে হবে না। ইচ্ছে হলে মেয়াদের শেষে সে বিমা সংস্থাকে বদলাতেও পারে।
শনিবার থেকে এই বিধি চালু হওয়ার ফলে গাড়ির দাম অনেকটাই কমবে।