ওলা, উবের, র‍্যাপিডো-র মতো ক্যাব অ্যাগ্রিগেটরদের জন্য নতুন সরকারি নির্দেশিকা: ভাড়া বৃদ্ধি, চালক ও যাত্রীদের জন্য জরিমানার নিয়ম

ক্যাব অ্যাগ্রিগেটর যেমন ওলা, উবের, র‍্যাপিডো-র মতো সংস্থাগুলি এখন থেকে পিক আওয়ারে যাত্রীদের থেকে বেস ভাড়ার দ্বিগুণ পর্যন্ত সার্জ ফি নিতে পারবে। এতদিন এই সীমা ছিল দেড়গুণ। অফ-পিক আওয়ারে ন্যূনতম ভাড়া হতে হবে বেস রেটের ৫০%।

মঙ্গলবার এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (MoRTH)। নতুন “মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইনস ২০২৫”-এ এই পরিবর্তন আনা হয়েছে। রাজ্য সরকারগুলোকে তিন মাসের মধ্যে এই গাইডলাইন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রী ও চালকদের জন্য জরিমানার নিয়ম

যদি চালক কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই বুকিং গ্রহণের পর যাত্রা বাতিল করেন, তবে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ভাড়ার ১০% জরিমানা ধার্য হবে। একই নিয়ম প্রযোজ্য যাত্রীদের ক্ষেত্রেও।

চালকদের বীমা বাধ্যতামূলক

সব অ্যাগ্রিগেটর সংস্থাকে চালকদের ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা এবং ১০ লক্ষ টাকার টার্ম ইনস্যুরেন্স দিতে হবে।

বেস ভাড়া নির্ধারণ

নতুন গাইডলাইনে বলা হয়েছে, বাইক ট্যাক্সি ও অটো-রিকশাসহ বিভিন্ন গাড়ির জন্য রাজ্য সরকার বেস ভাড়া নির্ধারণ করবে এবং সেটিই অ্যাগ্রিগেটরের মাধ্যমে যাত্রীদের থেকে নেওয়া যাবে।

চালকের আয়ের ভাগ

চালক ও অ্যাগ্রিগেটরের মধ্যে চুক্তি অনুযায়ী, চালককে মোট ভাড়ার অন্তত ৮০% দিতে হবে। বাকি ২০% অ্যাগ্রিগেটর রাখতে পারবে। এই অর্থ দৈনিক, সাপ্তাহিক বা পাক্ষিক ভিত্তিতে মেটানো যেতে পারে।

যাত্রী সুরক্ষার ব্যবস্থা

অ্যাগ্রিগেটর সংস্থাগুলিকে নিম্নলিখিত সুরক্ষা ব্যবস্থা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে—

  • সমস্ত গাড়িতে ভেহিকল লোকেশন অ্যান্ড ট্র্যাকিং ডিভাইস (VLTD) বসানো বাধ্যতামূলক।
  • VLTD সবসময় সচল থাকতে হবে এবং এর তথ্য অ্যাগ্রিগেটর এবং রাজ্য সরকারের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে হবে।
  • অ্যাপের মাধ্যমে চালক ও গন্তব্যের তথ্য যাচাই করতে হবে, এবং কোনও রুট বিচ্যুতি হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমকে সতর্ক করতে হবে।
  • চালকের পরিচয় যাচাই করার জন্য অ্যাপে এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে বোঝা যায় যে যিনি গাড়ি চালাচ্ছেন, তিনি পুলিশের মাধ্যমে যাচাই করা একই ব্যক্তি কী না।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.