ক্যাব অ্যাগ্রিগেটর যেমন ওলা, উবের, র্যাপিডো-র মতো সংস্থাগুলি এখন থেকে পিক আওয়ারে যাত্রীদের থেকে বেস ভাড়ার দ্বিগুণ পর্যন্ত সার্জ ফি নিতে পারবে। এতদিন এই সীমা ছিল দেড়গুণ। অফ-পিক আওয়ারে ন্যূনতম ভাড়া হতে হবে বেস রেটের ৫০%।
মঙ্গলবার এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (MoRTH)। নতুন “মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইনস ২০২৫”-এ এই পরিবর্তন আনা হয়েছে। রাজ্য সরকারগুলোকে তিন মাসের মধ্যে এই গাইডলাইন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রী ও চালকদের জন্য জরিমানার নিয়ম
যদি চালক কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই বুকিং গ্রহণের পর যাত্রা বাতিল করেন, তবে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ভাড়ার ১০% জরিমানা ধার্য হবে। একই নিয়ম প্রযোজ্য যাত্রীদের ক্ষেত্রেও।
চালকদের বীমা বাধ্যতামূলক
সব অ্যাগ্রিগেটর সংস্থাকে চালকদের ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা এবং ১০ লক্ষ টাকার টার্ম ইনস্যুরেন্স দিতে হবে।
বেস ভাড়া নির্ধারণ
নতুন গাইডলাইনে বলা হয়েছে, বাইক ট্যাক্সি ও অটো-রিকশাসহ বিভিন্ন গাড়ির জন্য রাজ্য সরকার বেস ভাড়া নির্ধারণ করবে এবং সেটিই অ্যাগ্রিগেটরের মাধ্যমে যাত্রীদের থেকে নেওয়া যাবে।
চালকের আয়ের ভাগ
চালক ও অ্যাগ্রিগেটরের মধ্যে চুক্তি অনুযায়ী, চালককে মোট ভাড়ার অন্তত ৮০% দিতে হবে। বাকি ২০% অ্যাগ্রিগেটর রাখতে পারবে। এই অর্থ দৈনিক, সাপ্তাহিক বা পাক্ষিক ভিত্তিতে মেটানো যেতে পারে।
যাত্রী সুরক্ষার ব্যবস্থা
অ্যাগ্রিগেটর সংস্থাগুলিকে নিম্নলিখিত সুরক্ষা ব্যবস্থা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে—
- সমস্ত গাড়িতে ভেহিকল লোকেশন অ্যান্ড ট্র্যাকিং ডিভাইস (VLTD) বসানো বাধ্যতামূলক।
- VLTD সবসময় সচল থাকতে হবে এবং এর তথ্য অ্যাগ্রিগেটর এবং রাজ্য সরকারের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে হবে।
- অ্যাপের মাধ্যমে চালক ও গন্তব্যের তথ্য যাচাই করতে হবে, এবং কোনও রুট বিচ্যুতি হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমকে সতর্ক করতে হবে।
- চালকের পরিচয় যাচাই করার জন্য অ্যাপে এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে বোঝা যায় যে যিনি গাড়ি চালাচ্ছেন, তিনি পুলিশের মাধ্যমে যাচাই করা একই ব্যক্তি কী না।