মিউচুয়াল ফান্ডের প্রবাহ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন, তবে কি বিনিয়োগ বন্ধ করা উচিত?

ভারতীয় মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন (AMFI)-এর রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ২৬ শতাংশ কমে ২৯,৩০৩ কোটি হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৩৯,৬৮৭ কোটি টাকা। বাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করায় এই পতন দেখা গেছে।

ঋণভিত্তিক (ডেট) মিউচুয়াল ফান্ডেও ফেব্রুয়ারিতে ৬,৫২৫ কোটি টাকা প্রত্যাহার করা হয়েছে, যেখানে জানুয়ারিতে ১.২৮ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল।

তবে, সেক্টরভিত্তিক ও থিম্যাটিক ফান্ডগুলো ফেব্রুয়ারিতে ৫,৭১১ কোটি বিনিয়োগ আকর্ষণ করেছে, যা ১১টি ইকুইটি মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির মধ্যে শীর্ষে ছিল। এর পরেই ফ্লেক্সি-ক্যাপ ফান্ডে ৫,১০৪ কোটি বিনিয়োগ হয়েছে।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বন্ধ করা উচিত কি?

বিশেষজ্ঞরা সম্পূর্ণভাবে মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগ প্রত্যাহার না করার পরামর্শ দিচ্ছেন। বরং, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) চালিয়ে যাওয়া উচিত, যা বাজার কম থাকাকালীন বেশি ইউনিট কেনার সুযোগ দেয় এবং ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা বাড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, একটি ভালো মিউচুয়াল ফান্ড সাধারণত কোনো একক স্টকে ২-৩ শতাংশের বেশি বিনিয়োগ করে না। বাজার যখন পড়ে, তখন লগ্নি তুলে নেওয়া হলে বড় ক্ষতির আশঙ্কা থাকে, কিন্তু দীর্ঘমেয়াদে বিনিয়োগ থাকলে পুনরুদ্ধারের সম্ভাবনা অনেক বেশি।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.