পয়লা ডিসেম্বর থেকে একাধিক অর্থনৈতিক ও দৈনন্দিন নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। এসব নিয়মের মধ্যে রয়েছে এলপিজি সিলিন্ডারের দাম, বি-লেটেড আইটিআর জমা দেওয়া এবং আধার আপডেটের শেষ তারিখ। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
এলপিজি সিলিন্ডারের দাম
ডিসেম্বরের ১ তারিখ থেকে তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসে সংশোধন করতে পারে। আন্তর্জাতিক বাজারের প্রবণতা এর মূল্য নির্ধারণে প্রভাব ফেলবে। এরফলে গৃহস্থালির বাজেটে প্রভাব পড়তে পারে।
আধার কার্ড আপডেট
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে। এখন ১৪ ডিসেম্বর পর্যন্ত নাম, ঠিকানা বা জন্মতারিখ আপডেট করা যাবে বিনামূল্যে। তবে এই তারিখের পরে আপডেট করতে হলে প্রসেসিং ফি দিতে হবে।
বিলেটেড আইটিআর ফাইলিং
যাঁরা ২০২৩-২৪ অর্থবর্ষের আয়কর রিটার্ন (ITR) জুলাই ৩১-এর মধ্যে জমা দিতে পারেননি, তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত বিলেটেড আইটিআর জমা দিতে পারবেন। তবে, এর জন্য ৫,০০০ টাকা দেরি ফি লাগবে। যাঁদের মোট আয় ৫ লক্ষ টাকার নিচে, তাঁদের ক্ষেত্রে এই ফি ১,০০০ টাকা।
টেলিকম নিয়মে পরিবর্তন
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ডিসেম্বর ১ থেকে নতুন ট্রেসেবিলিটি নিয়ম কার্যকর করতে চলেছে। এই নিয়মে স্প্যাম এবং ফিশিং মেসেজ রোধে সমস্ত বাণিজ্যিক মেসেজ, বিশেষ করে ওটিপি-র উৎস ট্র্যাক করা হবে।
ট্রাই জানিয়েছে, “এই নতুন নিয়ম ওটিপি বা মেসেজের ডেলিভারিতে কোনও বিলম্ব ঘটাবে না।” তবে, ১ ডিসেম্বরের পর যেসব সংস্থা নিয়ম মেনে চলবে না, তাদের মেসেজ ব্লক করা হবে। ফলে ব্যাংকিং, ই-কমার্স এবং সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলি প্রভাবিত হতে পারে।