পানাগড়ে ম্যাট্রিক্স ফার্টিলাইজারের ১ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

পানাগড়: ম্যাট্রিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, যা কৃষি পুষ্টি সমাধানের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা এবং বিশ্বের বৃহত্তম একক স্ট্রিম ইউরিয়া উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে একটি, পানাগড়ের কারখানায় ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করেছে। পরিবেশবান্ধব শক্তির দিকে অগ্রসর হওয়ার অংশ হিসেবে এই বিনিয়োগ করা হয়েছে।

ম্যাট্রিক্সের নিজস্ব চত্বরে স্থাপিত এই সৌর বিদ্যুৎ প্রকল্প সংস্থার বিদ্যুৎ চাহিদার প্রায় ৫% পূরণ করবে। এটি ধাপে ধাপে বাস্তবায়িত পুনর্নবীকরণযোগ্য শক্তির রূপান্তরের প্রথম পর্যায়। এই প্রকল্প শুধুমাত্র কার্বন নির্গমন কমাবে না, পাশাপাশি জলাশয়ের উপর স্থাপিত হওয়ায় জল সংরক্ষণেও সহায়ক হবে। জলাশয়ের জল সংরক্ষণ করা গেলে, তা প্ল্যান্টের স্টিম উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন চালাতে সাহায্য করবে।

ম্যাট্রিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নিশান্ত কানোডিয়া বলেন, “এই ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প আমাদের টেকসই উন্নয়নের অঙ্গীকারের আরও একটি পদক্ষেপ। জল সংরক্ষণ, সবুজায়ন এবং শক্তি দক্ষতার ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। নবায়নযোগ্য শক্তির মাধ্যমে আমরা শুধু আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে চাই না, পাশাপাশি ভারতের পরিবেশগত লক্ষ্য পূরণেও অবদান রাখতে চাই।”

বিশ্বজুড়ে ভাসমান সৌর প্রযুক্তির জনপ্রিয়তা বাড়ছে, কারণ এটি জমি ব্যবহার কমায় এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে না। কর্তৃপক্ষের দাবি, ম্যাট্রিক্সের এই উদ্যোগ প্রমাণ করে যে সংস্থাটি ভবিষ্যৎমুখী প্রযুক্তিকে কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.