বিবি ডেস্ক: অভিযোগ উঠেছে, বহু চিনা অ্যাপ (Chinese App) ঋণ দেওয়ার নামে এ দেশের সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। অবৈধ ভাবে ধার দিয়ে অনেক বেশি টাকা দাবি করছে। টাকা না পেলে বা চাহিদার তুলনায় কম পেলে ঋণগ্রহীতার আত্মীয়-স্বজন ও বন্ধুদের ফোন করে দুর্ব্যবহার করছে প্রতারকেরা। এমনকি ভুয়ো অশ্লীল ছবি ভাইরালও করে দিচ্ছে। হয়রানির শিকার হয়ে অনেকে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এই বিষয়ে বিভিন্ন রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)।
কেন্দ্রের নির্দেশিকা
চিনা ঋণ অ্যাপের (Chinese App) বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল শাহি মন্ত্রক। কেন্দ্রের বক্তব্য, এই সব অ্যাপের জন্য হেনস্থার কারণে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও নাগরিকদের সুরক্ষার পক্ষে বড় বিপদ এই চিনা অ্যাপগুলি (Chinese App)।
কী ভাবে কাজ করে চিনা অ্যাপ
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অ্যাপগুলি সম্পর্কে বিভিন্ন রাজ্যে বহু অভিযোগ জমা পড়েছে। তাদের সতর্কবার্তা, ভুয়ো অ্যাপগুলি এমন লোকেদের নিশানা করছে যাঁরা আগে চিনা অ্যাপ থেকে ঋণ নেননি বা প্রতারণার নতুন উপায় সম্পর্কে অবগত নন। বাল্ক এসএমএস (Bulk SMS), মেসেঞ্জারে বার্তা পাঠানো-সহ একাধিক পদ্ধতিতে ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে।
অভিযোগ, প্রতারকেরা বিভিন্ন সংস্থা থেকে মোবাইল নম্বর চুরি করছে। তার পর সেগুলিতে বার্তা পাঠাচ্ছে। ঋণের টাকা বকেয়া সম্পর্কে লিঙ্ক দেওয়া হয়। কেউ লিঙ্কটি ক্লিক করলেই ফাঁদে পা দেন। এ নিয়ে আমজনতাকে সতর্ক করার পাশাপাশি অভিযোগ এলে রাজ্যগুলিকে গুরুত্ব সহকারে তদন্ত চালাতে এবং অপরাধীদের খুঁজে বার করতে বলেছে কেন্দ্র।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে ৫টি বড়ো আর্থিক পরিবর্তন, জানুন বিস্তারিত