গত দু’মাস ধরে দেশের বেশ কিছু পাবলিক সেক্টর ব্যাঙ্ক (PSB) নিজেদের ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হার সংশোধন করেছে। সরকারি মূলধনের ৫০ শতাংশেরও বেশি অংশীদারিত্ব ধারণ করে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি।
চলতি আগস্ট মাসে নিজেদের স্থায়ী আমানতের সুদের হার সংশোধন করেছে ইউনিয়ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্ক।
নির্ধারিত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সর্বোচ্চ হারে স্থায়ী আমানতে সুদ দিচ্ছে। এই ব্যাঙ্ক ৩৩৩ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭.৪০ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে। এ ছাড়াও সিনিয়র সিটিজেনরা (৬০ বছর বা তার বেশি বয়সী) অতিরিক্ত ০.৫০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনরা ০.৭৫ বেশি হারে উপার্জন করতে পারেন।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও একটি বিশেষ ডিপোজিট স্কিম চালু করেছে যেখানে সাধারণ নাগরিকরা ৭.৩০ শতাংশ হারে সুদ পেতে পারেন। পাশাপাশি সিনিয়র সিটিজেনরা ৭.৮০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনরা ৭.৯৫ শতাংশ হারে সুদ পেতে পারেন এই প্রকল্পে বিশেষ এই স্থায়ী আমানতের মেয়াদ ৬৬৬ দিন বিনিয়োগের সর্বোচ্চ পরিমাণ ২ কোটি টাকা পর্যন্ত।
ব্যাঙ্ক অফ বরোদা “BoB মনসুন ধামাকা ডিপোজিট স্কিম” চালু করেছে। যেখানে ৩৯৯ দিনের জন্য বার্ষিক ৭.২৫ শতাংশ এবং ৩৩৩ দিনের জন্য ৭.১৫ শতাংশ সুদের হার। এই স্কিমটি চালু হয়েছিল গত ১৫ জুলাই। এখানে তিন কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।