চিন থেকে মার্কিন সংস্থাগুলির স্থানান্তর, ভারতের সামনে কি সুবর্ণ সুযোগ?

বর্তমানে চিন থেকে উৎপাদন কাজকর্ম সরিয়ে নিতে চাওয়া মার্কিন সংস্থাগুলিকে আকৃষ্ট করতে সক্রিয়ভাবে কাজ করছে ভারত সরকার। ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য খাতে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের পরিবর্তনকে কাজে লাগিয়ে ভারত এই সংস্থাগুলিকে দেশে বিনিয়োগে উৎসাহিত করতে চাইছে।

নীতি আয়োগের প্রধান নির্বাহী বিভি আর সুব্রহ্মণ্যম সম্প্রতি জানিয়েছেন, ভারতের সামনে এই সুযোগের সময়সীমা মাত্র ২-৩ বছর। এই সময়ের মধ্যে সরকারকে এমন নীতি ও কর্মসূচি গ্রহণ করতে হবে, যা সংস্থাগুলিকে ভারতে ব্যবসা স্থানান্তর করতে সহজ ও আকর্ষণীয় করে তোলে।

তিনি আরও বলেন, চিনের শ্রম সংকট, জনসংখ্যার গড় বয়স বৃদ্ধির ফলে চাহিদার হ্রাস, শ্রম ব্যয়ের বৃদ্ধি এবং মূলধন বাজারের চাপের কারণে অনেক চিনা সংস্থাও চিন থেকে নিজেদের সরিয়ে নিতে চাইছে। এই পরিস্থিতিতে ভারতকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তুরস্ক, মেক্সিকো এবং বাংলাদেশসহ অন্যান্য প্রতিযোগী দেশের সঙ্গে পাল্লা দিয়ে এই সংস্থাগুলিকে আকৃষ্ট করতে হবে।

সুব্রহ্মণ্যমের মতে, আগামী ১৫-২০ বছরে ভারতের উৎপাদন খাতে বড় সুযোগ রয়েছে। তবে সরবরাহ শৃঙ্খলাগুলি পুনর্গঠিত হয়ে নতুন ভৌগোলিক অঞ্চলে স্থানান্তরিত হওয়ার এই প্রবণতা মাত্র ২-৩ বছর স্থায়ী হবে, এরপর এই শৃঙ্খলাগুলি স্থির হয়ে যাবে। তাই এই সময়ের মধ্যেই ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এছাড়া, একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ৩৯ শতাংশ মার্কিন সংস্থা চিন থেকে তাদের ব্যবসা স্থানান্তর করে ভারতীয় উপমহাদেশে আসতে চায়। এই প্রবণতা ভারতের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে, ভারত সরকারকে দ্রুত ও কার্যকর নীতিমালা গ্রহণ করে এই সংস্থাগুলিকে আকৃষ্ট করতে হবে, যাতে তারা ভারতে বিনিয়োগ করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.